ডোপ পরীক্ষার পর দেখা যাচ্ছে ইন্দরজিতের প্রাথমিক নমুনাতে নিষিদ্ধ অ্যান্ড্রোস্টেরন ও এটিওকোলেনোলোন মিলেছে। এই রিপোর্টের রিভিউ করতে হলে তা সাতদিনের মধ্যেই করতে হবে বলে ইন্দরজিৎকে জানিয়ে দিয়েছে জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা ৷ বি-নমুনাও পজিটিভ হলে রিও অলিম্পিক যাওয়া বন্ধ হওয়ার পাশাপাশি আগামী চার বছরের জন্য নিষেধাজ্ঞার কোপেও পড়বেন ইন্দরজিৎ ৷
advertisement
ডোপ টেস্টে ফেল করার পর স্বভাবতই মাথায় বাজ ভেঙে পড়ার মতো এখন অবস্থা শটপাটার ইন্দরজিতের ৷ কান্নায় ভেঙে পড়েছেন তিনি ৷ পাশাপাশি নরসিংয়ের মতো চক্রান্তের শিকার হয়েছেন তিনিও বলে দাবি ইন্দরজিতের ৷ তাঁর মতে, জাতীয় সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খোলাতেই তাঁর বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে। ২৮ বছরের ইন্দরজিৎই রিওতে যাওয়ার প্রথম ছাড়পত্র পেয়েছিলেন ৷ কিন্তু এখন নরসিংয়ের মতোই অলিম্পিকে যাওয়া ঘোরতর অনিশ্চিত দেশের এই শটপাটারের ৷