এই আসরের মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ আরব বিশ্বের কোনও দেশে অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া এবং জাপানে ২০০২ ফিফা বিশ্বকাপের পর এটি এশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় ফিফা বিশ্বকাপ। পাশাপাশি এটাই ৩২ দলের অংশগ্রহণে আয়োজিত বিশ্বকাপের সর্বশেষ আসর। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত ২০২৬ সালের আসর হতে ৪৮ দলের সমন্বয়ে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
advertisement
কাতারের তীব্র গ্রীষ্মকালীন উত্তাপের কারণে এই আসরটি ২০২২ সালের ২০শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত কাতারের ৫টি শহরের ৮টি মাঠে অনুষ্ঠিত হবে। যার ফলে এটি মে, জুন অথবা জুলাই মাসে অনুষ্ঠিত না হওয়া এবং উত্তর শরৎকালে অনুষ্ঠিত প্রথম আসর হবে। ২৯ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা।
৩০শে মার্চ তারিখে এই আসরের আনুষ্ঠানিক ম্যাচ বল, "আল রিহলা" উন্মোচন করা হয়েছিল। এটি মূলত কাতারের সংস্কৃতি, স্থাপত্য, ঐতিহাসিক নৌকা এবং পতাকা দ্বারা অনুপ্রাণিত। আরবি ভাষায় "আল রিহলা" শব্দের অর্থ "যাত্রা"। সেনেগাল, সুইজারল্যান্ড এবং ডেনমার্ককে এবারের বিশ্বকাপের ডার্ক হর্স বলা হচ্ছে।
ফেভারিটের তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানি। চমক দিতে পারে স্টারলিং, কেনদের ইংল্যান্ড। তবে রোনাল্ডোর পর্তুগালকে বড়জোর সেমিফাইনালের বেশি নম্বর দিচ্ছেন না কেউ। একই অবস্থা স্পেন এবং নেদারল্যান্ডের। গোল্ডেন বুট জেতার তালিকায় ফ্রান্সের করিম বেনজিমা ছাড়া মেসি এবং হ্যারি কেনকে রাখা হচ্ছে।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি নেই বিশ্বকাপে। নেই মহম্মদ সালাহর মিশর। যোগ্যতা অর্জন করতে পারেনি সুইডেন, কলম্বিয়া, নাইজেরিয়ার মত দল।