TRENDING:

নেই ইতালি, সুইডেনের মতো দল, দেখা যাবে না সালাহকে! কাতার বিশ্বকাপ বড় অদ্ভুত এবার

Last Updated:

Italy and Sweden not in Qatar World Cup as Senegal and Switzerland dark horse in tournament. বিশ্বকাপের ২২তম আসরের চূড়ান্ত পর্ব, যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ৩২টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: দেখতে দেখতে এসেই গেল গ্রেটেস্ট শো অন আর্থ। আগামী একটা মাস স্বপ্নে বিভোর থাকবেন ফুটবলপ্রেমীরা। রাশিয়ার পর এবার কাতার। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় রং মঞ্চ প্রস্তুত। ফিফা আয়োজিত বিশ্বকাপের ২২তম আসরের চূড়ান্ত পর্ব, যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ৩২টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করবে।
বিশ্বকাপে দেখা যাবে না বহু নামী দল এবং তারকাকে
বিশ্বকাপে দেখা যাবে না বহু নামী দল এবং তারকাকে
advertisement

এই আসরের মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ আরব বিশ্বের কোনও দেশে অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া এবং জাপানে ২০০২ ফিফা বিশ্বকাপের পর এটি এশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় ফিফা বিশ্বকাপ। পাশাপাশি এটাই ৩২ দলের অংশগ্রহণে আয়োজিত বিশ্বকাপের সর্বশেষ আসর। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত ২০২৬ সালের আসর হতে ৪৮ দলের সমন্বয়ে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

advertisement

আরও পড়ুন - ক্রিকেটের পর এবার ফুটবলেও বিশ্ব চ্যাম্পিয়ন! বাটলারদের দেখে অনুপ্রেরণা পাচ্ছেন হ্যারি, ফোদেনরা

কাতারের তীব্র গ্রীষ্মকালীন উত্তাপের কারণে এই আসরটি ২০২২ সালের ২০শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত কাতারের ৫টি শহরের ৮টি মাঠে অনুষ্ঠিত হবে। যার ফলে এটি মে, জুন অথবা জুলাই মাসে অনুষ্ঠিত না হওয়া এবং উত্তর শরৎকালে অনুষ্ঠিত প্রথম আসর হবে। ২৯ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা।

advertisement

৩০শে মার্চ তারিখে এই আসরের আনুষ্ঠানিক ম্যাচ বল, "আল রিহলা" উন্মোচন করা হয়েছিল। এটি মূলত কাতারের সংস্কৃতি, স্থাপত্য, ঐতিহাসিক নৌকা এবং পতাকা দ্বারা অনুপ্রাণিত। আরবি ভাষায় "আল রিহলা" শব্দের অর্থ "যাত্রা"। সেনেগাল, সুইজারল্যান্ড এবং ডেনমার্ককে এবারের বিশ্বকাপের ডার্ক হর্স বলা হচ্ছে।

ফেভারিটের তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানি। চমক দিতে পারে স্টারলিং, কেনদের ইংল্যান্ড। তবে রোনাল্ডোর পর্তুগালকে বড়জোর সেমিফাইনালের বেশি নম্বর দিচ্ছেন না কেউ। একই অবস্থা স্পেন এবং নেদারল্যান্ডের। গোল্ডেন বুট জেতার তালিকায় ফ্রান্সের করিম বেনজিমা ছাড়া মেসি এবং হ্যারি কেনকে রাখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাউকে খালি হাতে ফেরান না মা! গ্রাম্য দেবী কীভাবে ডাকাত কালী হয়ে উঠলেন?
আরও দেখুন

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি নেই বিশ্বকাপে। নেই মহম্মদ সালাহর মিশর। যোগ্যতা অর্জন করতে পারেনি সুইডেন, কলম্বিয়া, নাইজেরিয়ার মত দল।

বাংলা খবর/ খবর/খেলা/
নেই ইতালি, সুইডেনের মতো দল, দেখা যাবে না সালাহকে! কাতার বিশ্বকাপ বড় অদ্ভুত এবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল