একখানা অদ্ভুত রেকর্ড রয়েছে। সেই রেকর্ড কাকতালীয় বটে! তবে সেটা সত্যি হলে শনিবার ভারতীয় দলের বিশ্বজয় কেউ ঠেকাতে পারবে না। কী সেই রেকর্ড! অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক যতবার সেঞ্চুরি করেছেন, ততবারই ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।
আরও পড়ুন- ভারতের চ্যাম্পিয়ন হওয়া আটকাতে মরিয়া ইংল্যান্ডের এই দুই ভরসা !
এখানে আরও একটা ব্যাপার বলে রাখা দরকার। ভারতীয় দলের সেঞ্চুরি করা অধিনায়ক যদি দিল্লির ক্রিকেটার হন, তা হলে ভারতের বিশ্বকাপ জেতা স্রেফ সময়ের অপেক্ষা। গত এক দশকেরও বেশি সময় ধরে এই রেকর্ড চলছে। ভারতীয় দলের অধিনায়ক, দিল্লির ক্রিকেটার, বিশ্বকাপ সেঞ্চুরি করলেই কাপ জেতে ভারত।
advertisement
ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এবার ইয়াশ ধুল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১০ রান করেছিলেন। তিনিও দিল্লির ক্রিকেটার। অর্থাত্ সেই পুরনো রেকর্ড এবার বিশ্বকাপে আবার। এই কাকতালীয় রেকর্ড যদি সত্যিয় হয় তা হলে আগামীকাল ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ভারতীয় দল।
২০০৮ সালে বিরাট কোহলি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন। ভারতীয় দল কাপ জিতেছিল। ২০১২ সালে উন্মুক্ত চাঁদের সেঞ্চুরি। ভারত আবার বিশ্বচ্যাম্পিয়ন হয়। এবার বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইয়াশ ধুলের সেঞ্চুরি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে কি তা হলে এবার রেকর্ড পাঁচবার বিশ্বকাপ নিয়ে ভারতে ফিরবেন ইয়াশ ধুলরা!
আরও পড়ুন- বিয়ের জন্যই তা হলে প্রথম ওয়ান-ডে খেলবেন না কে এল রাহুল! জানা গেল গোপন খবর
বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১০ বলে ১১০ রানের ইনিংস খেলেছিলেন অধিনায়ক ধুল। শেখ রশিদ ১০৮ বলে করেছিলেন ৯৪ রান। অর্থাত্ তিনিও সেঞ্চুরির দ্বোরগোড়ায় ছিলেন। অস্ট্রেলিয়াকে ৫৬ রানে হারিয়েছিল ভারতীয় দল। এবার ফাইনালে সামনে শক্তিশালী ইংল্যান্ড। তবে রেকর্ড সত্যি হলে ভারতের বিশ্বকাপ জয় সময়ের অপেক্ষা।