TRENDING:

সেই জিম্বাবোয়ে কোথায়! ১০ উইকেটে হারিয়ে দিল ভারতের 'বি টিম'

Last Updated:

Ind vs Zim 1st ODI: সেই পুরনো জিম্বাবোয়ে এখন কোথায়! ধাওয়ান-গিল মিলে তুলে দিলেন সব রান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একটা সময় বিশ্ব ক্রিকেটে নামডাক ছিল জিম্বাবোয়ের। এখন সেই রামও নেই, রাজত্বও নেই। আর তাই এখন জিম্বাবোয়েকে ভারতের বি টিমও ১০ উইকেটে হারিয়ে দেয়।
advertisement

প্রথম একদিনের ম্যাচে ১৯০ রানের টার্গেট দিয়েছিল জিম্বাবোয়ে। শিখর ধাওয়ান ও শুভমান গিল সেই রান তুলে দেন। ১৯২ রানের পার্টনারশিপ খেলেন তাঁরা।

advertisement

দীর্ঘদিন চোটের জন্য দলের বাইরে থাকার পর ফিরে এসেই দুরন্ত পারফর্ম করলেন দীপক চাহার। ৭ ওভারে ২৭ রান দিয়ে তিনটি উইকেট নিলেন তিনি।

advertisement

শিখর ধাওয়ান ৮১ ও শুভমান গিল ৮২ রানে অপরাজিত ছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ একটি উইকেট পেয়েছেন।

advertisement

ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি জিম্বাবোয়ের কোনও ব্যাটার। তাদের কেউ হাফ সেঞ্চুরিও করতে পারেননি।

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

ভারতের রিজার্ভ বেঞ্চও যে তৈরি, সেটাই এই ম্যাচে আরও একবার বুঝে নিল টিম ম্যানেজমেন্ট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সেই জিম্বাবোয়ে কোথায়! ১০ উইকেটে হারিয়ে দিল ভারতের 'বি টিম'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল