আইপিএল শেষ করে সিরিজে বিশ্রামে অধিনায়ক রোহিত শর্মা। রোহিত না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল। দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ। সিরিজে নেই বিরাট কোহলি, বুমরা, সামির মত ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিনিয়রদের বিশ্রাম দিয়ে বেশ কয়েকজন সুযোগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নেহরাজির কামাল! স্বামীর জন্য মনের কথা লিখলেন আইপিএল জয়ী কোচের স্ত্রী
advertisement
দীর্ঘ দুই বছরের বেশি সময়ের পর দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই জৈব সুরক্ষা বলয় উঠে যাচ্ছে। দল একত্রিত হওয়ার আগে রুটিন কোভিড পরীক্ষা হবে। তবে কোনও বায়ো বাবল থাকছে না সিরিজে। সূচি ঘোষণা হওয়ার সময় থেকেই বোঝা যাচ্ছিল, করোনা পরবর্তী পরিস্থিতিতে অতীতের মতো মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ইডেন জীবনটা বদলে দিয়েছে! বাংলার কাছে ঋণী কোহলির দলের ক্রিকেটার
পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ পাঁচটি আলাদা আলাদা স্টেডিয়ামে দেওয়া হয়। বোর্ড সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হওয়ার আগে স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তবে সেই পরীক্ষা দিল্লিতে হবে নাকি ৫ জুনের আগে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে হবে তা চূড়ান্ত নয়।৫ তারিখ দিল্লিতে ভারতীয় দলের ক্রিকেটাররা পৌঁছনোর পর৬ তারিখ থেকে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু হওয়ার কথা।
৯ জুন প্রথম ম্যাচ দিল্লিতে। দ্বিতীয় ম্যাচ ১২জুন কটকে। ১৪ এবং ১৭ তারিখ ভাইজ্যাগ ও রাজকোটে হবে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি। ১৯ জুন শেষ ম্যাচ বেঙ্গালুরুতে। এই সিরিজে দীর্ঘদিন পর ভারতীয় দলে কাম ব্যাক করতে দেখা যাবে দিনেশ কার্তিককে। আইপিএলে দুরন্ত পারফর্ম করে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন উমরান মালিক, অর্শদীপ সিংরা।
