গত ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম দিনে ক্রিস ওকসের একটি বল রিভার্স সুইপ করতে গিয়ে তিনি পায়ে চোট পান ঋষভ পন্থ। এরপর থেকে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সম্প্রতি দৈনিক জাগরণ-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পন্থের সেরে উঠতে আরও তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। ফলে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
advertisement
এশিয়া কাপ ২০২৫ শেষ হওয়ার পর ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অক্টোবরের প্রথম দুই সপ্তাহে দুটি টেস্ট ম্যাচ খেলবে। এরপর ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাবে। এই সফরে তারা সাদা বলের দুই ফর্ম্যাটে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। এই সিরিজগুলি ২০২৫ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পন্থের না থাকা তাই দলের ব্যাটিং ও কিপিং বিভাগের জন্য বড় ধাক্কা।
নভেম্বরে ভারতের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ধারণা করা হচ্ছে, পন্থ এই সিরিজ থেকে আবার জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন। ইডেন গার্ডেন্সে ১৪–১৮ নভেম্বর প্রথম টেস্ট এবং গুয়াহাটির বরসাপাড়ায় ২২–২৬ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ IND vs PAK: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল! পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে বাদ একাধিক তারকা! মেগা চমক!
ঋষভ পন্থের অনুপস্থিতিতে, ধ্রুব জুরেলকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে দলে রাখা হতে পারে। তবে তাঁর ব্যাকআপ কে হবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। পন্থের অনুপস্থিতে তরুণ জুরেলের সামনে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পেতে পারেন।