TRENDING:

Team India's Diwali Celebration: রঙিন পোশাক, খাওয়াদাওয়া, পার্টি, ফূর্তি, উল্লাস, রইল ভাইরাল ভিডিও

Last Updated:

Team India's Diwali Celebration: দেখে নিন আনন্দের সেলিব্রেশনের সেই ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  দিওয়ালি বলে কথা সেলিব্রেশন তো বনতা হ্যায়! আর তাই রবিবার ম্যাচ ডে-তে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ হওয়ায় তার আগেভাগেই দিওয়ালি পার্টি করে নিল টিম ইন্ডিয়া এবং তাদের পরিবারের সদস্যরা৷
টিম ইন্ডিয়ার দিওয়ালি সেলিব্রেশন -Photo Courtesy -BCC/ X account video grab
টিম ইন্ডিয়ার দিওয়ালি সেলিব্রেশন -Photo Courtesy -BCC/ X account video grab
advertisement

ভারতীয় ক্রিকেট দল আইসিসি বিশ্বকাপ ২০২৩-র শেষ ম্যাচ খেলছে, দিওয়ালির দিন আজ ভারতের খেলা নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচের একদিন আগে, ভারতীয় ক্রিকেটাররা দিওয়ালির সেলিব্রেশনে মেতেছিলেন৷  বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের দুর্দান্ত আড়ম্বর এবং আলিঙ্গন এবং একে অপরকে অভিনন্দন জানাতে দীপাবলি উদযাপন করতে দেখা যায়। তরুণ উইকেটরক্ষক ইশান কিষাণকে দেখা যাচ্ছে সহকর্মী ওপেনার শুভমান গিলের সঙ্গে ঠাট্টা করতে।

advertisement

আরও পড়ুন – IMD Weather Alert: বঙ্গোপসাগরে ফের শুরু হবে নিম্নচাপের ফোঁসফাঁসানি, প্রবল ঝোড়ো হাওয়া, সতর্কবার্তা দিল আইএমডি

বিসিসিআই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ১ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে টিম ইন্ডিয়া ও তাঁর পরিবারের আনন্দের মুহূর্তগুলির কোলাজ তুলে ধরেছে৷ বিরাটের সঙ্গে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার  সঙ্গে এসেছিলেন৷  টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা হাজির ছিলেন স্ত্রী ঋতিকা এবং মেয়ে সামাইরার সঙ্গে৷  অলরাউন্ডার শার্দুল ঠাকুর তাঁর স্ত্রীয়ের সঙ্গে এবং রবীন্দ্র জাদেজাকেও স্ত্রী রিভাবার সঙ্গে দিওয়ালি  পার্টিতে মজা করেন৷

advertisement

দেখে নিন আনন্দের সেলিব্রেশনের সেই ভিডিও

টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ও দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে  খুশি ভাগ করে নিচ্ছিলেন।  এদিনের পার্টিতে সকলেই ট্র্যাডিশানাল  পোশাকে এসেছিলেন৷ ক্রিকেটাররা এদিন বিন্দাস মস্তিতে ছিলেন সকলের সঙ্গে সেলফি তুলছিলেন৷

advertisement

সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড

এবারের বিশ্বকাপে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত টুর্নামেন্টের অপরাজিত টিম৷ টানা ৮ ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। ১৫ নভেম্বর নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচ। সেমিফাইনালের আগে দিওয়ালির দিন  নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচ খেলছে ভারত। বিশ্বকাপে টিম ইন্ডিয়া এর আগে দুবার নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে, যেখানে ভারত জিতেছে।

advertisement

টানা নবম জয়ের দিকে নজর টিম ইন্ডিয়া

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের আত্মবিশ্বাস বর্তমানে তুঙ্গে। ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড৷ কিউয়িদের বিরুদ্ধে সেমিফাইনালে ভারত সতর্ক রয়েছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Team India's Diwali Celebration: রঙিন পোশাক, খাওয়াদাওয়া, পার্টি, ফূর্তি, উল্লাস, রইল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল