TRENDING:

বিরাট কাণ্ড! পাকিস্তান ম্যাচের কয়েক ঘণ্টা আগে ভারতের প্রথম একাদশ ‘ফাঁস’!

Last Updated:

Team India 1st XI vs pakistan: এটাই কি পাকিস্তানের বিরুদ্ধে কাল ভারতের প্রথম একাদশ? দেখুন তো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। এমন ম্যাচের দিকে নজর থাকে সারা বিশ্বের। রোববার ভারত-পাকিস্তান ম্যাচ। আর এই ম্যাচে কেমন দল নামাবে দুই দল, তা নিয়েও সমর্থকদের কৌতুহলের শেষ নেই।
advertisement

যদি একদিন আগেই প্রথম একাদশ জানা যেত. তা হলে ভালই হত। সমর্থকদের মনের ইচ্ছে যেন এমনই! আর এবার সমর্থকদের যেন পাকিস্তান ম্যাচের আগে প্রথম একাদশের ব্যাপারে কিছুটা আভাস দিয়ে রাখল বিসিসিআই।

আরও পড়ুন- KL Rahul : পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটের হার ভুলিনি! রাহুলের গলায় যেন প্রতিশোধের আগুন

ভারতের ক্রিকেটপ্রেমীদের ভাবিয়ে তুলেছে বিসিসিআই-এর শেয়ার করা কয়েকটা ছবি। বিশেষজ্ঞ থেকে সমর্থক, অনেকেই মনে করছেন, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে এশিয়া কাপে এবার প্রথম একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে ভারত। আর সেই পরীক্ষার প্রক্রিয়া শুরু হতে পারে রোববার থেকেই।

advertisement

এরই মধ্যে ইনস্টাগ্রামে এক রহস্যময় পোস্ট জল্পনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ক্রিকেটারদের অনুশীলনের ছবি পোস্ট করা হয় বিসিসিআইয়ের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট থেকে। হ্যাশট্যাগ এশিয়া কাপ লিখে ১০টি ছবি পোস্ট করা হয়েছিল।

সেই ছবিগুলি দেখে ভারতীয় দলের ভক্তরা অনুমান করে নেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ কেমন হবে! সত্যই কি অনুশীলনে ক্রিকেটারদের সিরিজ ছবি পোস্ট করে ইঙ্গিত দিয়ে রাখল বিসিসিআই! অন্তত সমর্থকদের একাংশ তেমনই মনে করছেন।

advertisement

আরও পড়ুন- Rashid Khan : বিরাট নাকি বাবর? ব্যাটসম্যান হিসেবে কাকে বল করা বেশি কঠিন জানালেন রশিদ খান

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

যাঁদের ছবি পোস্ট করা হল- লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান ও আর্শদীপ সিং। ভারতের নিয়মিত একাদশের সঙ্গে ব্যাটিং অর্ডারে এই দলের মিল রয়েছে। তাই জল্পনা বাড়ছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিরাট কাণ্ড! পাকিস্তান ম্যাচের কয়েক ঘণ্টা আগে ভারতের প্রথম একাদশ ‘ফাঁস’!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল