#দুবাই: এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে যে কয়েকজন লেগ স্পিনার রয়েছে তার মধ্যে সবচেয়ে ধারাবাহিক তিনি। খুব কাছাকাছি রাখা যেতে পারে ভারতের চাহাল এবং ইংল্যান্ডের আদিল রশিদকে। কিন্তু রশিদ খান বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি উপযোগী। কারণ তিনি ব্যাট হাতে রাম তোলার ক্ষমতাও রাখেন।আফগান ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রশিদ খান।
এই তারকা লেগ স্পিনার বিশ্বের তাবড় ব্যাটারদের জন্য আতঙ্কের নাম। শনিবার থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাবর আজম, বিরাট কোহলিদের আটকাতে রশিদ খানই হবে আফগানিস্তানের প্রধান অস্ত্র। কোহলি আড়াই বছর ধরে ফর্মহীন। আর বাবর আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে।
দুজনের মাঝে কাকে বল করা কঠিন? রশিদ খানের কাছে এই প্রশ্নটা করেছিল পাকিস্তানের এক সাংবাদিক। জবাবে রশিদ বলেছেন, আমার কাছে দুজনকে বল করাই সমান কঠিন। তারা যে ধরনের ব্যাটার, একটা বাজে বলও ছাড়েন না। তাই আমার কাছে দুজনকে বল করাই কঠিন, তবে আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।
তাদের দুজনকে একটি বাজে বল করারও ইচ্ছে নেই আমার। আমি ভাল জায়গায় বল ফেলার চেষ্টা করব। বিরাট প্রচন্ড পরিশ্রম করতে পারেন। সেদিক থেকে বাবরের থেকে কিছুটা এগিয়ে তিনি। ফিটনেস এগিয়ে বিরাট। কিন্তু বাবরের টেকনিক অসাধারণ এবং অফসাইডে বাবর বেশি সচ্ছন্দ্য মনে হয় রশিদের।
উল্লেখ্য, এশিয়া কাপে এশিয়া কাপে 'বি' গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 'এ' গ্রুপে হংকংয়ের সঙ্গে আছে ভারত এবং পাকিস্তান। অর্থাৎ সুপার ফোরে উঠতে না পারলে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সম্ভাবনা নেই আফগানিস্তানের।
তবে আফগানরা টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী। কোহলি-বাবরের সঙ্গে দেখা হয়ে যেতেও পারে। রশিদ নিজেকে তৈরি রাখছেন আধুনিক ক্রিকেটের অন্যতম দুই সেরা তারকা ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করার জন্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babar Azam, Rashid Khan, Virat Kohli