ভারত প্রথম জয়ের খোঁজে:
ম্যাঞ্চেস্টারে গত ৮৯ বছরের ইতিহাস ভারতের পক্ষে নয়। ওল্ড ট্রাফোর্ডে ভারত আজ পর্যন্ত একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি। ১৯৩৬ সালে এখানে প্রথম টেস্ট খেলেছিল ভারত। তারপর থেকে শুধু হতাশাই জুটেছে। এখানে খেলা ৯টি টেস্টের মধ্যে ভারত ৪টিতে হেরেছে এবং ৫টি ড্র হয়েছে, কিন্তু একটি জয়ও আসেনি। এবার ভারতের সামনে ইতিহাস বলের চ্যালেঞ্জ।
advertisement
ইংল্যান্ডের দুর্দান্ত রেকর্ড:
ওল্ড ট্রাফোর্ড ইংল্যান্ডের জন্য একেবারে একটি দুর্গের মতো। এই শতাব্দাীতে ইংল্যান্ড এখানে ১৯টি টেস্ট খেলেছে, তার মধ্যে মাত্র ২টি ম্যাচ হেরেছে। ইংল্যান্ড এই মাঠে মোট ৮৪টি টেস্ট খেলেছে, যার মধ্যে তারা ৩৩টি জিতেছে, ১৫টি হেরেছে এবং ৩৬টি ড্র হয়েছে। ফলে পরিসংখ্যান বলে দিচ্ছে এই মাঠ কতটা পয়া ইংল্যান্ডের জন্য।
জো রুট ও স্টোকসের দুর্দান্ত রেকর্ড:
ইংল্যান্ড দলে রয়েছে আধুনিক যুগের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক জো রুট। যিনি এই মাঠে প্রচুর রান করেছেন। তিনি এখানে ১১টি টেস্টে ৯৭৮ রান করেছেন। অধিনায়ক বেন স্টোকসও এই মাঠে ৫০-র বেশি গড়ে রান করেছেন এর আগে।
ওল্ড ট্রাফোর্ডে একমাত্র জাদেজাই খেলেছেন:
ভারতের আরও একটি সমস্যা হল বর্তমান টেস্ট দলে একমাত্রএকজন ক্রিকেটারই রয়েছে যে এর আগে ওল্ড ট্রাফোর্ডে টেস্ট ম্যাচ খেলেছেন। তিনি হলেন রবীন্দ্র জাদেজা। ২০১৪ সালে এখানে শেষ টেস্ট খেলেছিল ভারত। এক ইনিংস এবং ৫৪ রানে হেরেছিল। বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরও সেই ম্যাচে ওপেনার হিসেবে খেলেছিলেন।