সেমিফাইনালের আগে তাঁর দলের সঙ্গে থাকাটা খুব জরুরি ছিল। কিন্তু মাতৃবিয়োগের খবর সব শেষ করে দিল। দেশে ফিরে যেতে বাধ্য হলেন ভারতীয় দলের ম্যানেজার আর দেবরাজ। মাতৃবিয়োগের খবর মিলতেই তড়িঘড়ি দল ছাড়েন তিনি। দেবরাজের মা কমলেশ্বরী রামচন্দ্রের শেষকৃত্য সোমবার হবে বলে জানা গিয়েছে।
কঠিন সময়ে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সকলে ভারতীয় দলের ম্যানেজার আর দেবরাজের পাশে রয়েছেন বলে জানিয়েছেন, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি জগনমোহন রাও। সোমবার মায়ের শেষকৃত্যের কাজ করবেন দেবরাজ। তাকপর ফের দুবাইতে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন কিনা সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: সেমিফাইনালে না খেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে পারে ভারত! জেনে নিন কীভাবে
প্রসঙ্গত, দুবাইতে মাতৃবিয়োগের খবর পেতেই ভেঙে পড়েছিলেন আর দেবরাজ। দলের অন্যান্য সদস্যরা তাঁর পাশে দাঁড়ান। বোর্ডের অনুমতিতে তড়িঘড়ি দেশে ফেরেন তিনি। দলের ম্যানেজারের মাতৃবিয়োগের খবরে সমবেদনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও।