বিশ্বকাপ ফাইনাল ম্যাচে টস হেরে যাওয়া ভারতীয় সমর্থকদের জন্য উদ্বেগের বিষয় নয়। বরং এটি টিম ইন্ডিয়ার জন্য একটি খুব শুভ লক্ষণ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মা টস হেরে গেলেও তা টিম ইন্ডিয়ার জন্য খুবই শুভ লক্ষণ। বিশ্বকাপ ট্রফি জিততে পারে টিম ইন্ডিয়া!
আরও পড়ুন- শামির স্বপ্নপূরণ হল না! বিশ্বকাপ ফাইনালে মা এলেন না, নিয়ে যেতে হল হাসপাতালে
advertisement
এর আগে ভারতীয় দল ১৯৮৩ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। ১৯৮৩ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া এর আগে টস হেরেছিল। মজার ব্যাপার হল, এই দুইবারই ভারত বিশ্বকাপের ট্রফি জিতেছে।
১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারতীয় দল সেবার ১৮৩ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন- ২০১১ বিশ্বকাপ ফাইনালে কত রান করেছিলেন কোহলি? মনে আছে? বলুন তো দেখি
কপিল দেবের নেতৃত্বে টিম ইন্ডিয়া ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়েছিল। লর্ডসে প্রথমবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল টিম ইন্ডিয়া। এমনকী, ২০১১ বিশ্বকাপের ফাইনালেও টস হেরে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া ট্রফি তুলেছিল।
1983 WC ফাইনাল – টস হারে ভারত, ট্রফি জেতে।
2003 WC ফাইনাল – টস জেতে ভারত, ট্রফি হারে।
2011 WC ফাইনাল – টস হারে ভারতীয় দল, ট্রফি জেতে।
2023 WC ফাইনাল – টস হেরেছে ভারত…