কোচ হিসেবে আশা করেছিলেন জোহানেসবার্গে ২-০ করে দিয়ে সিরিজ পকেটে নিয়ে নেবেন। সেটা হল না। অপেক্ষা বাড়ল ভারতে। রাহুল দ্রাবিড় জানিয়েছেন এই হারে ভেঙে পড়ার কিছু হয়নি। কিন্তু ভুল ত্রুটি ঠিক করতে হবে। যেমন যে ব্যাটসম্যান রান পাচ্ছেন, তাকে আরো বেশি ধৈর্য দেখাতে হবে। দুটো বড় পার্টনারশিপ করতে পারলেই স্কোরবোর্ডে বড় রান তোলা সম্ভব। এই ব্যাপারটা নিয়ে ছেলেদের সঙ্গে আলাদা করে আলোচনা করবেন তিনি।
advertisement
টেস্ট ক্রিকেট মানে দীর্ঘ পার্টনারশিপ। নিজেও এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন। সেটাই কে এল রাহুল, আগারওয়াল, রাহানেদের মধ্যে দেখতে চান নতুন হেডস্যার। রাহুল দ্রাবিড় মনে করেন পার্টনারশিপ গড়ার ক্ষেত্রে একটু জোর দিতে হবে ভারতকে। তাহলেই চাপে পড়ে যাবে বিপক্ষ বোলাররা। ভারতের পয়া মাঠ বলে পরিচিত ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এই প্রথম হারল ভারত।
দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা ফেরাল দাপটের সঙ্গে। তৃতীয় টেস্টে কেপ টাউনের মাঠে সিরিজ নির্ণয় হবে। ম্যাচের পর অধিনায়ক কে এল রাহুল বললেন, আমরা প্রতিটি টেস্ট ম্যাচ খেলি আমরা মনে করি আমাদের জেতা উচিত এবং জিততে চাই। আমরা যে ধরনের দল, আমরা সত্যিই কঠিন প্রতিদ্বন্দ্বিতা করি এবং মাঠে সবকিছু উজাড় করে দিতে জানি। তাই হ্যাঁ কিছুটা হতাশাজনক তবে দক্ষিণ আফ্রিকা যেভাবে খেলেছে তার কৃতিত্ব মানতেই হবে।
বিরাট কোহলি পরের টেস্টে ফিরছেন। নিঃসন্দেহে ভারত জানে কেপটাউনে নিজেদের সেরা ক্রিকেট তুলে ধরতে হবে প্রোটিয়াদের হারাতে হলে। হাতে রয়েছে চারদিন। ভারত এই হারের ফলে তৃতীয় টেস্টে ঝাঁপিয়ে পড়বে সন্দেহ নেই। কিন্তু আবেগ নয়, দ্রাবিড় সভ্যতায় পরিস্থিতি বুঝে খেলা এবং বিপক্ষ বোলারদের পরিশ্রান্ত করে দেওয়া আসল চাবিকাঠি। মাঝের কয়েকদিনে সেই অনুশীলন চলবে।