ATK Mohun Bagan ISL update : চোট এবং কার্ড সমস্যায় চিন্তা বেড়েছে এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডোর
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ATK Mohun Bagan coach Juan Ferrando worried about injury problems in ISL. সন্দেশকে পেলেও চিন্তায় পড়েছেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান, চোট সমস্যায় কাবু মোহনবাগান শিবির
মাত্র দু’মিনিট। বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে ডিফেন্ডাররা এই সামান্য সময়টুকু সতর্ক থাকলে জয় পেতে পারত এটিকে মোহন বাগান। ১২ সেকেন্ডের মধ্যে এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন বিগ্রেড। ম্যাচে দু’বার এগিয়ে যাওয়ার পরও সংযোজিত সময়ে গোল হজম করায় পয়েন্ট নষ্ট হয়েছে তাদের। ফের লিগ শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছেন রয় কৃষ্ণরা। পুরো ঘটনায় হতাশ সবুজ-মেরুন কোচ হুয়ান ফেরান্দো।
advertisement
advertisement
স্প্যানিশ কোচ জানিয়েছেন, সবুজ-মেরুন ফুটবলারদের কাছে এটা ঐতিহাসিক ম্যাচ হিসেবে গণ্য হতে পারত। ক্লাবের ইতিহাসে দ্রুততম গোল পাওয়ার পর ম্যাচে এমন কিছু ঘটনা ঘটল, যা অভিপ্রেত নয়। দুই পয়েন্ট নষ্ট হয়েছে। তার থেকেও বড় কথা, একঝাঁক ফুটবলার চোট পাওয়ায় সমস্যা বেড়েছে। প্রথম পর্বে একটি নির্দিষ্ট পয়েন্ট অর্জনের লক্ষ্যে এগচ্ছিলাম। সেই পরিকল্পনা থমকে গিয়েছে।
advertisement
একই সঙ্গে কার্ল ম্যাক হিউ অমরিন্দর সিং, দীপক টাংরির চোট নিঃসন্দেহে বড় ধাক্কা। এখন পরপর ম্যাচ। রিকভারির সময় কম। বুধবার ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন ম্যাক। বিরতির ঠিক আগেই তাঁকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। হোটেলে ফেরার পরেও ম্যাককে নজরে রাখা হয়েছে। শনিবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা কম।
advertisement
এটিকে মোহন বাগানের আরেক ব্লকার দীপক টাংরির চোট রয়েছে। বুধবার তাঁর পরিবর্তে লেনি রডরিগস নেমেছিলেন। দীপক টাংরি-অমরিন্দর সিংরা বৃহস্পতিবার রি-হ্যাব পর্বে তেমন সক্রিয় ছিলেন না। ম্যাক ছিলেন হোটেলেই। তিনজনই শনিবারের ম্যাচে অনিশ্চিত। এছাড়াও কার্ড সমস্যায় পাওয়া যাবে না হুগো বুমুকে।
গোয়া ম্যাচে চোট পেলেও শুভাশিস বসু এখন ফিট। ঘটনা হল, কার্ল ম্যাক কিংবা দীপকের বিকল্প ফুটবলাররা (কাউকো-লেনি) ম্যাচের মধ্যেই রয়েছেন। গোলরক্ষক অমরিন্দর সিংয়ের বিকল্প অভিলাষ পাল গত দুই বছর কোনও প্রতিযোগিতাই খেলেননি। ২০১৯-২০ মরশুমে তিনি এটিকের হয়ে খেলেছিলেন মাত্র তিনটি ম্যাচ। দীর্ঘ আড়াই বছর কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেননি অভিলাষ। যা টিম ম্যানেজমেন্টের ঘোরতর চিন্তার কারণ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2022 4:44 PM IST