রবিবার ইংল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দিতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় ভারতকে। হাফ সেঞ্চুরি করার পর প্রসিদ্ধ কৃষ্ণার বলে স্লিপে ক্যাচ আউট হন ডাকেট। ৫৪ রান করেন ইংরেজ ওপেনার। তৃতীয় উইকেট পড়ে অলি পোপের। মহম্মদ সিরাজের ইন সুইংয়ে পুরোপুরি পরাস্ত হন ইংল্যান্ড অধিনায়ক। ২৭ রান করে এলবিডব্লুউ আউট হন অলি পোপ। ১০৬ রানে তৃতীয় উইকেট পড়ে।
advertisement
এরপর হ্যারি ব্রুক ও জো রুট এগিয়ে নিয়ে যায় স্কোরবোর্ড। মারকাটারি ব্যাটিং শুরু করেন ব্রুক। ব্রুকের একটি শট বাউন্ডারি লাইনে ক্যাচ ধরলেও সিরাজের পা লেগে যায় দড়িতে। জীবনদান পান তারকা ব্যাটার। লাঞ্চ পর্যন্ত ৩০ বলে ৩৮ রান করে অপরাজিত রয়েছেন হ্যারি ব্রুক। অপরদিকে, ২৩ রান করে ক্রিজে রয়েছেন অভিজ্ঞ তারকা ব্যাটার জো রুট।
আরও পড়ুনঃ শিশুদের বয়স অনুযায়ী কতটা জল পান করা উচিত? সঠিক পরিমাণ অনেকেই জানে না! রইল সম্পূর্ণ চার্ট
চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ১৬৪ রানে ৩ উইকেট। রবিবারের প্রথম সেশনের খেলায় দুই দলকেই একই জায়গায় রাখতে হবে। কারণ ভারতীয় দল যেমন দুটি উইকেট নিয়েছে, ঠিক তেমনই প্রথম সেশনে ১১৪ রান যোগ করে ফেলেছে ইংল্যান্ড। লাঞ্চের পর ভারতীয় দল দ্রুত কয়েকটি উইকেট নিতে না পারলে চাপ বাড়বে। ওভালে টেস্ট ক্রিকেটের আরও একটি থ্রিলার দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।