এখন সেমিফাইনালের মুখে দাঁড়িয়ে দল। আর দুটো ম্যাচ। নিজেদের সেরাটা দিতে পারলে বহুদিন পর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সামনে। অপেক্ষা মিটতে পারে ১৫ বছরের। তার আগে সামনে ইংল্যান্ড। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুরে বাটলার, মইন আলিদের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে অ্যাডিলেডের বিখ্যাত রেস্তোরা ব্রিটিশ রাজে ডিনার করল টিম ইন্ডিয়া।
advertisement
রোহিত শর্মা, সূর্য কুমার যাদব এবং কয়েকজন ক্রিকেটারের স্ত্রী এবং বান্ধবীরা সঙ্গে ছিলেন। যদিও বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা ছিলেন না। দলের মধ্যে একাত্মতা বাড়াতে এই ডিনারের আয়োজন ছিল টিম ম্যানেজমেন্টর তরফ থেকে। চিকেন টিক্কা কাবাব থেকে শুরু করে মটন রোগান জোশ, পালক পনির এবং ল্যাম্ব সসেজ, এই ছিল ভারতীয় ক্রিকেটারদের মেনুতে।
তবে এই ব্রিটিশ রাজ রেস্তোরায় আগেও খেয়ে গিয়েছেন সচিন, সৌরভ, যুবরাজ, সুরেশ রায়না, রাহানের মতো ক্রিকেটাররা। টিরেন্সভিলের এই রেস্তোরা বিখ্যাত কন্টিনেন্টাল এবং ভারতীয় খাবারের জন্য। অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ইচ্ছা থাকলেও আসা হয়নি ক্রিকেটারদের। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে আমার আগে নিজেদের রসনা তৃপ্তি করে নিলেন বিরাট, রোহিতরা।