TRENDING:

চিকেন টিক্কা থেকে রোগান জোশ, অ্যাডিলেডের বিখ্যাত রেস্তোরাঁয় পেট পুজো ভারতীয় দলের

Last Updated:

Team India enjoys dinner at British Raj restaurant in Adelaide before semi final. চিকেন টিক্কা থেকে রোগান জোশ, অ্যাডিলেডের বিখ্যাত রেস্তোরাঁয় পেট পুজো রোহিতদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যাডিলেড: অস্ট্রেলিয়ায় পৌঁছানোর কিছুদিন পর প্র্যাকটিস সেরে ফেরার পর খাবার সমস্যায় পড়েছিল ভারতীয় দল। সিডনিতে অনুশীলনের পর পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল না। এমনকি নিজেদের স্যান্ডউইচ নিজেদের বানিয়ে নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। রেগে হোটেলে ফিরে গিয়ে খেয়েছিলেন সকলে। কিন্তু পরে সেটা সামলে নিয়েছিল বিসিসিআই।
advertisement

এখন সেমিফাইনালের মুখে দাঁড়িয়ে দল। আর দুটো ম্যাচ। নিজেদের সেরাটা দিতে পারলে বহুদিন পর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সামনে। অপেক্ষা মিটতে পারে ১৫ বছরের। তার আগে সামনে ইংল্যান্ড। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুরে বাটলার, মইন আলিদের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে অ্যাডিলেডের বিখ্যাত রেস্তোরা ব্রিটিশ রাজে ডিনার করল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন - চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া, সেমিফাইনালে বিদায় পাকিস্তানের! বড় ভবিষ্যৎবাণী ডি ভিলিয়ার্সের

advertisement

রোহিত শর্মা, সূর্য কুমার যাদব এবং কয়েকজন ক্রিকেটারের স্ত্রী এবং বান্ধবীরা সঙ্গে ছিলেন। যদিও বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা ছিলেন না। দলের মধ্যে একাত্মতা বাড়াতে এই ডিনারের আয়োজন ছিল টিম ম্যানেজমেন্টর তরফ থেকে। চিকেন টিক্কা কাবাব থেকে শুরু করে মটন রোগান জোশ, পালক পনির এবং ল্যাম্ব সসেজ, এই ছিল ভারতীয় ক্রিকেটারদের মেনুতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এই ব্রিটিশ রাজ রেস্তোরায় আগেও খেয়ে গিয়েছেন সচিন, সৌরভ, যুবরাজ, সুরেশ রায়না, রাহানের মতো ক্রিকেটাররা। টিরেন্সভিলের এই রেস্তোরা বিখ্যাত কন্টিনেন্টাল এবং ভারতীয় খাবারের জন্য। অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ইচ্ছা থাকলেও আসা হয়নি ক্রিকেটারদের। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে আমার আগে নিজেদের রসনা তৃপ্তি করে নিলেন বিরাট, রোহিতরা।

বাংলা খবর/ খবর/খেলা/
চিকেন টিক্কা থেকে রোগান জোশ, অ্যাডিলেডের বিখ্যাত রেস্তোরাঁয় পেট পুজো ভারতীয় দলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল