চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া, সেমিফাইনালে বিদায় পাকিস্তানের! বড় ভবিষ্যৎবাণী ডি ভিলিয়ার্সের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
AB de Villiers predicts India will play New Zealand at the final of T20 World Cup. চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া, সেমিফাইনালে বিদায় পাকিস্তানের! বড় ভবিষ্যৎবাণী ডি ভিলিয়ার্সের
#মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে সেমিফাইনালে বিদায় নেবে পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে যাত্রা শেষ হবে বাবরদের। অন্যদিকে চ্যাম্পিয়ন হবে ভারত, জানিয়ে দিলেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি সংবাদ সংস্থা এ এনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমার মন বলছে ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল হবে।
আরও পড়ুন - সূর্য কুমারকে দেখে শেখ একটু! রিজওয়ানকে কড়া ধমক শাহিদ আফ্রিদির
চ্যাম্পিয়ন হবে ভারত। আসলে ভারতের এই দলটা খুব প্রতিভাবান। একাধিক ম্যাচ উইনার আছে। যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল খেলত তাতেও এগিয়ে রাখতাম ভারতকেই। বিরাট, সূর্য কুমার, রোহিত, হার্দিক নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে এই ভারতকে আটকানো মুশকিল।
advertisement
সবচেয়ে বড় কথা দলটা সঠিক সময় পিকআপ করেছে। বুদ্ধি করে খেলছে। গেম প্ল্যান পরিষ্কার। অতিরিক্ত চাপ নিচ্ছে না। অনেকেই সূর্য কুমারকে তার সঙ্গে তুলনা করছেন। ক্রিকেটের নতুন মিস্টার ৩৬০ ডিগ্রি নাম দেওয়া হয়েছে। ডি ভিলিয়ার্স মনে করেন সূর্য কুমার এমনিতেই প্রতিভাবান। তিনি নিজের নামেই বিখ্যাত হবেন।
advertisement
#WATCH | I think India will play New Zealand in the finals and India will win the World Cup. Suryakumar Yadav and Virat Kohli are in great form. The whole team of India is very talented: Former South African cricketer AB de Villiers pic.twitter.com/83tRjI0Fl2
— ANI (@ANI) November 8, 2022
advertisement
তাছাড়া ভুবনেশ্বর, আরশদীপ, শামি যথেষ্ট ভাল বল করছেন। দলটার মধ্যে একটা খিদে আছে। তাই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যেতে খুব একটা কষ্ট হবে না টিম ইন্ডিয়ার। আর ফাইনালে চলে গেলে নিউজিল্যান্ডের ক্ষমতা নেই ভারতকে আটকানোর।
কিউইরা ফর্মে থাকলেও অভিজ্ঞতার বিচারে অ্যাডভান্টেজ থাকবে ভারত। ডিভিলিয়ার্স এমন ভবিষ্যৎবাণী করার পর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ভক্তরা, তার জয়জয়কার করছেন। কেউ বলছেন আপনার মুখে ফুল চন্দন পড়ুক, কেউ বলছেন আপনি দীর্ঘজীবী হোন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2022 7:46 PM IST