এই প্রথমবার সূর্যকুমার যাদব কোনও বহুজাতিক টুর্নামেন্টে ভারতের নেতৃত্ব দিচ্ছেন। তিনি এক্স -এ একটি পোস্টে দলের অনুশীলনের চারটি ছবি শেয়ার করে লেখেন, “সম্মানটা আমার, যাত্রাটা আমাদের, চল আমরা এগিয়ে যাই।” তার এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি ২০২৫-এ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন সূর্য। তবে আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ফর্মে ফিরে এসে ১৬ ম্যাচে ৭১৭ রান করে নির্বাচকদের আস্থা অর্জন করেন।
advertisement
আইপিএলে ব্যাট হাতে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে সূর্য প্রতিটি ম্যাচেই ২৫ রানের বেশি করেন এবং শেষ পর্যন্ত ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হন। তিনি বর্তমানে ভারতের পক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (২৫৯৮ রান, ৮৩ ম্যাচে)। এশিয়া কাপ জিতে সূর্য নিজেকে ভারতের ইতিহাসের সেরা অধিনায়কদের তালিকায় জায়গা করে নিতে চান।
আরও পড়ুনঃ Shreayas Iyer: দল থেকে বাদ পড়া নিয়ে অবশেষে মুখ খুললেন শ্রেয়স আইয়ার! বড় কথা বলে দিলেন তারকা ব্যাটার
ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১০ সেপ্টেম্বর (সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে), ১৪ সেপ্টেম্বর (পাকিস্তানের বিরুদ্ধে) এবং ১৯ সেপ্টেম্বর (ওমানের বিরুদ্ধে)। সবগুলি ম্যাচই রাত ৮টায় শুরু হবে এবং অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবিতে।