TRENDING:

IND vs ENG: লর্ডস টেস্ট হেরে মুখ খুললেন শুভমান গিল, বড় ঘোষণা করে দিলেন ভারত অধিনায়ক!

Last Updated:

IND vs ENG: লর্ডসে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচে এক অবিস্মরণীয় নাটকীয়তা ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ইংল্যান্ড ২২ রানে জয় ছিনিয়ে নেয় ভারতের কাছ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লর্ডসে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচে এক অবিস্মরণীয় নাটকীয়তা ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ইংল্যান্ড ২২ রানে জয় ছিনিয়ে নেয় ভারতের কাছ থেকে। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শেষ ইনিংসে অলআউট হয়ে যায় মাত্র ১৭০ রানে। রবীন্দ্র জাদেজার লড়াকু ইনিংস সত্ত্বেও ম্যাচটি ভারতের হাতছাড়া হয়। শেষ সেশনে খেলার মোড় কয়েকবার ঘুরে গেলেও ভারতের ব্যাটারদের গুরুত্বপূর্ণ সময়ে জুটি গড়তে না পারা বড় কারণ হয়ে দাঁড়ায় পরাজয়ের।
News18
News18
advertisement

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক শুভমান গিল পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষের খেলাকে কৃতিত্ব দেন। তিনি বলেন, “অত্যন্ত গর্বিত আমার দলের জন্য। পাঁচদিনের কঠিন লড়াইয়ের ক্রিকেট ছিল এটা। শেষ সেশন, শেষ উইকেট পর্যন্ত ম্যাচ গড়িয়েছে। কিন্তু ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো খেলেছে।” গিল বলেন, ব্যাটিং লাইনআপে একাধিক ৫০ রানের জুটি না হওয়াটাই পার্থক্য গড়ে দেয় ম্যাচে।

advertisement

জাদেজার সঙ্গে শেষদিকে লড়েছেন পেসার জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। বুমরাহ ৫০টির বেশি বল খেলে মাত্র ৫ রান করেন, কিন্তু ধৈর্য্য ধরে উইকেটে ছিলেন। তবে তাঁর আউট হওয়ার ধরণ সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি বড় শট খেলতে গিয়ে তিনি ক্যাচ তুলে দেন বিকল্প ফিল্ডার স্যাম কুকের হাতে। সিরাজও লড়াই চালান, কিন্তু শেষ রক্ষা হয়নি।

advertisement

গিল বলেন, “শেষ এক ঘণ্টায় আমরা আরও ধৈর্য্য ধরে খেলতে পারতাম, বিশেষ করে শেষ দুটি উইকেটের ক্ষেত্রে। আজ সকালেও ইংল্যান্ড যেভাবে আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করে আক্রমণ চালিয়েছে, সেটা প্রশংসনীয়।” তিনি বলেন, ৫০ রানের একটি পার্টনারশিপ পেলেই হয়তো ছবিটা অন্যরকম হতো।

তবে অধিনায়ক হিসেবে গিল দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট। তাঁর ভাষায়, “অনেক সময় সিরিজের স্কোরকার্ড দেখে বোঝা যায় না, আপনি কতটা ভালো খেলেছেন। আমি মনে করি আমরা ভালো ক্রিকেট খেলেছি। সিরিজটা এখান থেকে আরও রোমাঞ্চকর হবে।”

advertisement

আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: এবার টেস্টেও বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী, এমন কীর্তি কোনও ভারতীয়র নেই

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এই ম্যাচ শেষে এখন সিরিজ দাঁড়িয়েছে ২-১-এ ইংল্যান্ডের পক্ষে। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে চতুর্থ টেস্ট, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। দুই দলের মধ্যকার উত্তেজনা পূর্ণ এই সিরিজে আরও নাটকীয়তা দেখা যাবে বলেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: লর্ডস টেস্ট হেরে মুখ খুললেন শুভমান গিল, বড় ঘোষণা করে দিলেন ভারত অধিনায়ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল