দলের সিনিয়র ক্রিকেটার শিখর। তবে নেতৃত্বের স্বাদ তিনি পেয়েছেন সবে। কোহলির অনুপস্থিতিতে তাঁর নিজেকে নেতা হিসাবে প্রমাণ করার তাগিদ থাকবে। তা ছাড়া টি-২০ বিশ্বকাপের আগে পারফর্ম করে তিনি দলে নিজের জায়গা আরও পাকা করার চেষ্টাও নিশ্চয়ই করবেন। কারণ ভারতীয় দলে এখন টপ-অর্ডারে প্রতিযোগিতা সব থেকে বেশি। টানা ব্যর্থ হলে যে কেউ দলে জায়গা হারাতে পারেন। এমন পরিস্থিতিতে শিখর নিশ্চয়ই নিজেকে প্রমাণ করার মরিয়া চেষ্টা করবেন। এই সিরিজ আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। কোচ রাহুল দ্রাবিড়ের জন্য। তাঁর নেতৃত্বে সিনিয়র ভারতীয় দল প্রথমবার কোনও সিরিজ খেলতে নামছে। আর ইতিমধ্যেই দ্রাবিড়কে ভারতীয় দলের প্রধান কোচ করার দাবি উঠতে শুরু করেছে। জুনিয়র স্তরে কোচ দ্রাবিড়ের সাফল্য অসাধারণ। তাঁকে সিনিয়র দলের কোচ করলেও ভারতীয় ক্রিকেটের লাভ হবে বলেই মনে করছেন অনেকে।
advertisement
ভারত ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসাবে দ্রাবিড় সফল। তবে সিনিয়র দলের কোচ হওয়ার প্রস্তাবে দ্রাবিড় নাকি একটা সময় রাজি হনিন। ভারতীয় ক্রিকেটে এই নিয়ে চাপা গুঞ্জন রয়েছে। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দল সফল হলে দ্রাবিড়কে কোহলির দলের কোচ করার দাবি আরও জোরদার হতে পারে। এমনিতেও রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে ভারতীয় দলের গত কয়েক বছরে কোনও আইসিসি টুর্নামেন্ট না জেতায় প্রশ্ন উঠতে শুরু হয়েছে।