নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টির আগে মরকেল বুমরাহর প্রশংসা করলেও, তাঁর ওপর থাকা মানসিক চাপের দিকটিও তুলে ধরেন। মরকেল বলেন, প্রতিটি ম্যাচেই বুমরাহর কাছ থেকে প্রত্যাশা থাকে ম্যাচ জেতানো একটি স্পেল। এই বাড়তি প্রত্যাশা দীর্ঘদিন ধরে একজন বোলারের ওপর চাপ তৈরি করে। যদিও বুমরাহ মাঠে এসব মুহূর্তকে খুব স্বাভাবিকভাবে সামাল দেন, তবুও চাপ যে থাকে, তা অস্বীকার করা যায় না।
advertisement
টি-টোয়েন্টি ক্রিকেটে পেস বোলারদের দায়িত্ব আরও কঠিন। শেষের ওভার, গুরুত্বপূর্ণ উইকেট বা একটি ভুল—সবকিছুই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আধুনিক ক্রিকেটে দলগুলো কয়েকটি নির্ভরযোগ্য ওভারের ওপর ভরসা করে, আর ভারতের ক্ষেত্রে সেই জায়গায় বুমরাহই সবচেয়ে নিরাপদ নাম। তবে মরকেল সতর্ক করে বলেছেন, একজন বোলারের ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।
এই কারণেই নিউজিল্যান্ড সিরিজে ভারত বিভিন্ন বোলিং কম্বিনেশন পরীক্ষা করছে। বুমরাহ ছাড়াও অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীসহ একাধিক বোলারকে পর্যায়ক্রমে বিশ্রাম দেওয়া হয়েছে। মরকেলের মতে, এটি শুধু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নয়, বরং অন্য বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভ্যস্ত করে তোলারও অংশ।
আরও পড়ুনঃ মদ্যপ অবস্থায় বেগালাম ড্রাইভিং! একের পর এক গাড়িতে ধাক্কা, গ্রেফতার ভারতীয় ক্রিকেটার
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করছে ভারতীয় দল। মরকেল বলেন, প্রতিপক্ষ দলগুলো যাতে ভারতের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা করতে না পারে, সেটাই মূল লক্ষ্য। বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন বোলার ব্যবহার করলে দল আরও শক্তিশালী হবে। তাঁর মতে, একাধিক বোলার যদি দায়িত্ব নিতে শেখে, তাহলে বুমরাহর ওপর চাপও কমবে এবং ভারত বিশ্বকাপে আরও ভারসাম্যপূর্ণ দল হিসেবে নামতে পারবে।
