পারথে প্রথম দিনের প্রথম সেশন বাদে গোটা ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে ভারতীয় দল। কোনও লড়াই দিতে পারেনি ব্যাগি গ্রিনরা। ভারতের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে অজিদের প্রথম ইনিংস শেষ হয় ১০৪ রানে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানাদের আগুনে বোলিংয়ে ৪৬ রানের মহামূল্যবান লিড পায় ভারতীয় দল। আর প্রথম ইনিংসে যে ভারতীয় দলের ব্যাটিংকে নড়বড়ে দেখিয়েছিল দ্বিতীয় ইনিংসে যেন সম্পূর্ণ অন্য দল।
advertisement
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অজি পেস অ্যাটাককে রীতিমত শাসন করে ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির শতরানের সৌজন্য পাহাড় প্রমাণ স্কোর করে ভারতীয় দল। যশস্বী করেন ১৬১ রান, ১০০ রানে অপরাজিত থাকেন কোহলি। দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রানে ৬ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড ছিল ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার সাননে টার্গেট দাঁড়ায় ৫৩৪ রান। তৃতীয় দিনের শেষেই অজিদের কোমড় ভেঙে দিয়েছিল ভারতীয় দল।
আরও পড়ুনঃ KKR News: নিলামের টেবিলেই ঠিক হয়ে গেল কেকেআরের নতুন অধিনায়ক! কে হচ্ছে নাইটদের নতুন সেনাপতি?
তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১২ রানে ৩ উইকেট। চতুর্থ দিনেও ভারতীয় বোলাররা নিজেদের দাপট বজায় রাখে। ট্রেভিস হেডের ৮৯, নিচেল মার্শের ৪৭ রানের ইনিংস ছাড়া কোনও অজি ব্যাটার দাঁডাতে পারেনি। চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২৩৮ রানে। পারথের অকটাস স্টেডিয়ামে প্রথম বিদেশি দল হিসেবে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। ২৯৫ রানে ঐতিহাসিক জয় পেল টিম ইন্ডিয়া। ৩টি করে উইকেট নেন বুমারহ ও সিরাজ। ২টি উইকেট নে ওয়াশিংটন সুন্দর। একটি করে শিকার করেন হর্ষিত রানা ও নীতিশ রেড্ডি।