ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে চোট পাওয়া সত্ত্বেও পঞ্চম দিনে ব্যাট করবেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। প্রথম দিনে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের একটি বলে তার ডান পায়ে আঘাত লাগে ও পায়ে চিড় ধরা পড়ে। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাকে উইকেটকিপিং না করার পরামর্শ দিলেও, পন্থ ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু কোটক শনিবার চতুর্থ দিনের খেলা শেষে এক প্রেস কনফারেন্সে নিশ্চিত করেছেন যে, পন্থ ব্যাটিং করবেন।
advertisement
ভারতের প্রথম ইনিংসে পন্থ চোটগ্রস্ত অবস্থায় ব্যাট করতে নেমে আরও ১৬ রান যোগ করেন। এই ইনিংসে তিনি জোফ্রা আর্চারের বিরুদ্ধে একটি দুর্দান্ত ছক্কা হাঁকান, যা দর্শকদের মধ্যে উৎসাহের সঞ্চার করে। ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান, এবং তার সংগ্রামী ইনিংস অনেকের মন ছুঁয়ে যায়। যদিও ধ্রুব জুরেল উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করছেন, আইসিসির নিয়ম অনুযায়ী তিনি পন্থের পরিবর্তে ব্যাট করতে পারবেন না।
পঞ্চম দিনে যদি পন্থ ব্যাট করতে পারেন, তবে ভারতের জন্য তা অনেকটাই স্বস্তির হবে। চোটের পরও যেভাবে তিনি আত্মত্যাগে প্রস্তুত, তা দলের মানসিক দৃঢ়তা বাড়াবে বলেই মনে করছেন অনেকে। ভারতের দলের পক্ষ থেকেও পন্থের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়েছে।
এদিকে, ভারতের ইনিংস টিকে রয়েছে অধিনায়ক শুভমান গিল ও কেএল রাহুলের জোড়া দুর্দান্ত ইনিংসে। গিল ৭৮ রান এবং রাহুল ৮৭ রান করে ভারতকে চতুর্থ দিনের স্টাম্পস পর্যন্ত ১৭৪/২ রানে পৌঁছে দেন। যদিও দল এখনও ১৩৭ রানে পিছিয়ে, তবে ম্যাচ ড্র করার জন্য শেষ দিনে প্রতিটি রান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পন্থের সম্ভাব্য ব্যাটিং ভারতের জন্য হতে পারে এক বড় আশার আলো।