TRENDING:

নতুন উদ্যমে শহরে ফিরছে ম্যারাথন, আগামী ১৮ ডিসেম্বর কলকাতায় ‘২৫কে’ রেস

Last Updated:

আগামী ১৮ ডিসেম্বর কলকাতায় বসবে ২৫ কিমি (Tata Steel Kolkata 25K Run) ম্যারাথনের আসর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: #NotunJoshNotunRun- হ্যা ঠিক এই স্লোগান নিয়েই তিলোত্তমায় ফিরছে টাটা স্টিল ২৫কে ম্যারাথন ৷ করোনার কারণে গত দু’বছর এই ম্যারাথন অনুষ্ঠিত হতে পারেনি ৷ কিন্তু এ বছর পরিস্থিতি অনেকটাই আলাদা ৷ তাই ৩ মাস আগেই ঘোষণা হয়ে গেল ম্যারাথনের দিনক্ষণ ৷ আগামী ১৮ ডিসেম্বর কলকাতায় বসবে ২৫ কিমি (25K) ম্যারাথনের আসর ৷
File Photo (Twitter)
File Photo (Twitter)
advertisement

১৮ ডিসেম্বর রেড রোড থেকে ম্যারাথনের ফ্ল্যাগ অফ হবে। আজ, রবিবার ২৫ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ম্যারাথনের জন্য রেজিস্ট্রেশন করতে লগ ইন করুন tatasteelkolkata25k.procam.in/  ৷

টাটা স্টিল ম্যারাথনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দফতর এবং ভারতীয় সেনাবাহিনী।

advertisement

করোনার জন্য গত দু’বছর শহরে কোনও বড় ইভেন্টই সেভাবে আয়োজিত হতে পারেনি ৷ ম্যারাথনও তার মধ্যে অন্যতম ৷ নাহলে প্রতি বছর ডিসেম্বরের একটি শীতের সকালে রেড রোড থেকে টাটা স্টিল আয়োজিত এই ২৫কে ম্যারাথনে অংশ নিতে হিড়িক পড়ে যায় অ্যাথলিট থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেরই ৷

advertisement

আরও পড়ুন- গঙ্গা দূষণ ঠেকাতে দুর্গাপুজোয় কলকাতার এক বনেদি বাড়ির ব্যতিক্রমী উদ্যোগ 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২৫ কিমি ম্যারাথনের পাশাপাশি ১০ কিমি, আনন্দ রান (৪.২ কিমি), সিনিয়র সিটিজেন রান (২.৩ কিমি) এবং চ্যাম্পিয়ন্স উইথ ডিসেবিলিটি (২.৩ কিমি)- সব বিভাগেরই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু আজ থেকে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
নতুন উদ্যমে শহরে ফিরছে ম্যারাথন, আগামী ১৮ ডিসেম্বর কলকাতায় ‘২৫কে’ রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল