TRENDING:

‘তাঁরা অস্ট্রেলিয়া, আমরা ভারত’ মোহালিতে হুঙ্কার বিরাটের

Last Updated:

তাঁরা অস্ট্রেলিয়া হলে। আমরাও ভারত। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে এটাই হুঙ্কার বিরাট কোহলির। তাঁর সাফ কথা, বড় ম্যাচে স্নায়ু যাঁর, ম্যাচ তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোহালি: তাঁরা অস্ট্রেলিয়া হলে। আমরাও ভারত। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে এটাই হুঙ্কার বিরাট কোহলির। তাঁর সাফ কথা, বড় ম্যাচে স্নায়ু যাঁর, ম্যাচ তাঁর।
advertisement

বছরের গোড়ায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আসার অভিজ্ঞতা। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়। মোহালিতে রবিবার মাঠে নামার আগে এই টুকরো অভিজ্ঞতা গুলিই টিম ইন্ডিয়াকে অক্সিজেন দিচ্ছে। গত তিনটি ম্যাচে যা হয়েছে, তা ভুলে যেতে হবে। কারণ, অস্ট্রেলিয়া একটা নতুন ম্যাচ। এবং তা নতুন ভাবেই শুরু করা হবে। শনিবার ম্যাচ শুরুর আগে এই দাবি বিরাট কোহলির। বুঝিয়ে দিয়ে গেলেন এই ম্যাচে ভারতের হাতিয়ার আগ্রাসণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলাদেশ ম্যাচের আসল নায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। রাখঢাক না করেই জানিয়ে দিলেন বিরাট। পরিস্কার জানালেন, যে ভাবে শেষ ওভারে ম্যাচটা নিজের কব্জায় রাখলেন, তাতে স্পষ্ট ক্রিকেট বিশ্বে অধিনায়ক ধোনির কোনও বিকল্প নেই। বিরাটেই এই কথাতেই স্পষ্ট অস্ট্রেলিয়া ম্যাচেও ভারতের বাজি অধিনায়ক ধোনি। কারণ, বড় ম্যাচ মানে স্নায়ু যুদ্ধে জয়। আর এটা ধোনি ছাড়া কার আছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘তাঁরা অস্ট্রেলিয়া, আমরা ভারত’ মোহালিতে হুঙ্কার বিরাটের