টিম ইন্ডিয়ার বড় ঝটকা
সংবাদমাধ্যমের খবর অনুযায়ি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে নেটে ব্যাটিং প্র্যাকটিশ করার সময়ে কব্জিতে চোট পান৷ অধিনায়ক রোহিত শর্মার ডান হাতের কব্জিতে চোট লেগেছে৷ তবে রোহিত শর্মা কতটা চোট পেয়েছেন তার গভীরতা এখনও জানা যায়নি৷ এমনকি টিম ম্যানেজমেন্টের থেকে কোনও আপডেটও এখনও পাওয়া যায়নি৷
advertisement
আরও পড়ুন - যৌনাঙ্গকে চোখে চোখে রাখুন , ‘এই’ সব লক্ষণ হলে কিন্তু বেঁকেও যেতে পারে, থাকুন সাবধান
অনুশীলনের মধ্যেই নেট ছেড়ে উঠে যেতে দেখা যায় রোহিত শর্মাকে৷ রইল ভিডিও৷
এদিকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা অবশ্য এখনও অবধি নিজের ফর্মের ঝলক সেভাবে দেখাতে পারেননি৷ নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি অর্ধ শতরান থাকলেও বাকি ম্যাচগুলিতে তাঁর রান একেবারেই ভাল লাগেনি তাঁর ব্যাটিং৷ পাকিস্তানের বিরুদ্ধে ৫, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫, বাংলাদেশের বিরুদ্ধে ২, জিম্বাবোয়ের বিরুদ্ধেও ১৫ করেছেন তিনি৷