বিরাটের মন্তব্যকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে কপিলের জবাব, অধিনায়কের এই ধরনের মন্তব্য দলের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হারের পর কোহলি বলেন, আমরা প্রথম থেকেই কেঁপে গিয়েছিলাম। ব্যাটিং ও বোলিংয়ে আমাদের যতটা সাহসী হওয়ার প্রয়োজন ছিল আমরা হতে পারিনি। এটা খুবই দুঃখজনক। এই মন্তব্য ভাল ভাবে নেননি কপিল। সংবাদমাধ্যমে তিনি বলেন, কোহলির মতো এক জন বড় মাপের ক্রিকেটারের কাছে এই ধরনের মন্তব্য খুব দুর্বল। যদি এক জন অধিনায়কের এই ধরনের চিন্তাভাবনা থাকে এবং একটা দলের শরীরী ভাষা এতটা খারাপ হয় তা হলে সেই দলকে তুলে ধরা খুব কঠিন।
advertisement
বিরাটের কথা শুনে আমি খুব অবাক হয়েছি। ও এই ধরনের ক্রিকেটার নয়।পাকিস্তানের বিরুদ্ধে হারের পরে কোহলি জানিয়েছিলেন, খেলায় কোথায় ভুল হয়েছে তা তাঁরা বুঝতে পেরেছেন। পরের ম্যাচে সেই ভুল শুধরে নামবেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দেখা গিয়েছে একই ছবি। পর পর দু’ম্যাচে হারায় বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা প্রায় অসম্ভব ভারতের পক্ষে।
কিন্তু পরিস্থিতি যেমনই হোক, এক জন অধিনায়কের এই ধরনের নেতিবাচক মন্তব্য করা উচিত নয় বলেই মনে করেন কপিল। নিজে জ্ঞান দিতে চান না। কিন্তু এটুকু বলতে চান ক্রিকেটে যেহেতু একজন অধিনায়ককে দেখে গোটা দল চলে, তাই মন্তব্য করার আগে একটু বুঝে করা উচিত।একটা দলের ক্রিকেটাররা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেয় অধিনায়কের জন্য। সেখানে স্বয়ং অধিনায়ক এমন মন্তব্য করলে ক্রিকেটারদের আত্মবিশ্বাসে আঘাত লাগতে পারে।