TRENDING:

VVS Laxman on England T20 : বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার এই ইংল্যান্ড, সন্দেহ নেই লক্ষণের

Last Updated:

T20 World Cup Eoin Morgan led England favourite in white ball Cricket believes VVS Laxman. ভিভিএস লক্ষ্মণ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ইংল্যান্ডকে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকানো প্রচন্ড শক্ত ব্যাপার হতে চলেছে বাকি দলগুলোর কাছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইংল্যান্ডের অন্যতম ভরসা বাটলার এবং জনি বেয়ারস্টো
ইংল্যান্ডের অন্যতম ভরসা বাটলার এবং জনি বেয়ারস্টো
advertisement

এই খেলা দেখার পর ভারতের প্রাক্তন ব্যাটসম্যান এবং বর্তমান ধারাভাষ্যকার ভিভিএস লক্ষ্মণ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকানো প্রচন্ড শক্ত ব্যাপার হতে চলেছে বাকি দলগুলোর কাছে। পাকিস্তানের মতো তীব্র গতির ফাস্ট বোলার নেই। কিন্তু আরব আমিরশাহির অবস্থা কাজে লাগিয়ে উইকেট থেকে সুইং এবং মুভমেন্ট আদায় করার মতো বোলার রয়েছে ইংল্যান্ডের হাতে। ওকস, জর্ডান সেটা প্রমাণ করেছেন।

advertisement

আরও পড়ুন - Shahid Afridi on Asif Ali : আসিফ আলির বিধ্বংসী ব্যাটিং দেখে ভাষা হারিয়েছেন শাহিদ আফ্রিদি

লক্ষণ নিশ্চিত সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের ধারেপাশে এই মুহূর্তে কোন দল নেই। কিছুটা বিরাট কোহলির ভারত ছাড়া ইংলিশদের টক্কর দিতে পারে এমন দল খুব বেশি নেই। অবশ্য ফর্মে থাকা পাকিস্তান যা কিছু করতে পারে। ইংল্যান্ডের প্রত্যেকটা বিভাগে একাধিক ভাল ক্রিকেটার রয়েছে। রয়, জনি বেয়ারস্টো, বাটলার ফর্মে যেদিন থাকবেন, পৃথিবীর খুব কম বোলিং লাইন আপের তাদের আটকানোর ক্ষমতা রয়েছে। তার সঙ্গে ইংল্যান্ডের ফিল্ডিং এবং বোলিং বিশ্বমানের।

advertisement

আজ অস্ট্রেলিয়াকে নিয়ে যেভাবে ছেলেখেলা করেছে তাতে বাকি দলগুলোর কাছে পরিষ্কার বার্তা দিয়ে রেখেছে থ্রি লায়ন্স। লক্ষণ মনে করেন অধিনায়ক ইয়ন মর্গ্যান নিজে যদি ব্যাট হাতে রান পেয়ে যান, তাহলে এই ইংলিশ মিডল অর্ডার অপ্রতিরোধ্য হয়ে পড়বে। প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন আবার বলছেন অস্ট্রেলিয়ার একটা ইউনিট হিসেবে খেলতে না পারা টি টোয়েন্টি ফরম্যাটে পুরনো সমস্যা।

advertisement

সেখানে ইংল্যান্ড সবদিক থেকে কমপ্লিট দল। এই জয়ের পর ইংলিশ দলের আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়বে। ইংল্যান্ডের ক্রিস ওকস আজ যে বোলিং করেছেন তাতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সমস্যায় পড়া ছাড়া উপায় ছিল না। এমন দলের চ্যাম্পিয়ন হওয়া উচিত। কিন্তু অতীত ইতিহাস বলছে সব সময় যোগ্য দল চ্যাম্পিয়ন হয় না।

বাংলা খবর/ খবর/খেলা/
VVS Laxman on England T20 : বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার এই ইংল্যান্ড, সন্দেহ নেই লক্ষণের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল