ওই ভিডিওতে দেখা যায়, ম্যাথু ওয়েড তার জুতো খুলে তাতে পানীয় ঢেলে তা গিলে ফেলেন। এরপর মার্কাস স্টোইনিস তার কাছ থেকে জুতোটি নিয়ে তাতে পানীয় ঢেলে তিনিও পান করতে থাকেন। পাঁচবার একদিনের ক্রিকেটে চ্যাম্পিয়ন হলেও, টি টোয়েন্টি বিশ্বকাপে এটাই প্রথম ট্রফি অজিদের। তাই বাড়তি আনন্দ হয়তো স্বাভাবিক।
advertisement
গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে পুরো টুর্নামেন্টের জন্য ৫৬ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। স্বাভাবিকভাবেই সেই প্রাইজমানির সিংহভাগ বরাদ্দ ছিল চ্যাম্পিয়ন দলের জন্য। জমজমাট ২৯ দিন ও ৪৫ ম্যাচের বিশ্বকাপের লড়াই শেষে জানা গেছে, চ্যাম্পিয়ন দলের নাম। রবিবার রাতে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।
শুধু বিশ্বকাপের শিরোপাই নয়, আইসিসির কাছ থেকে বড় অংকের প্রাইজমানিও ঘরে তুলেছে অজিরা। শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই তারা পেয়েছে ১৬ লাখ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ কোটি টাকার সমান। এর বাইরে সুপার টুয়েলভ রাউন্ডে চার ম্যাচ জয়ের প্রতিটির জন্য ছিল ৪০ হাজার করে মোট ১ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ সবমিলিয়ে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছে ১৭ কোটি ৬০ লাখ ডলার বা ১৫ কোটি টাকার বেশি।
অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে যাওয়া নিউজিল্যান্ডের আয়ও নেহায়েত কম নয়। রানার্সআপ হিসেবে তারা পেয়েছে ৮ লাখ ডলার। এর সঙ্গে যোগ হয়েছে সুপার টুয়েলভের চার জয়ের ১ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ সবমিলিয়ে কিউইরা পেয়েছে ৯ লাখ ৬০ হাজার ডলার বা সোয়া ৬ কোটি টাকা। তবে পকেট গরম হলেও নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন না হওয়া হৃদয় ভেঙে দিয়েছে কিউই সমর্থকদের। সবচেয়ে ধারাবাহিক দল হয়েও আবারো চ্যাম্পিয়নের ভাগ্য থেকে বঞ্চিত উইলিয়ামসন, মার্টিন গাপটিলরা।