দিল্লিতে অবতরনের আগে থেকেই বিমানের অন্দরেই সেলিব্রেশন শুরু হয়ে যায় ভারতীয় দলের। যেই ভিডিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। বিমানের মধ্যে বিশ্বকাপ ট্রফি নিয়ে ক্রিকেটারদের উচ্ছ্বাস ধরা রয়েছে সেই ভিডিয়োয়। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, শিবম দুবে সেলিব্রেশন থেকে বাদ গেলেন না কেউ।
advertisement
প্রসঙ্গত, ভারতীয় দলের বিমান দিল্লিতে পৌছায় সকাল ৬টা ৭ মিনিটে। বিমান বন্দরেই বিশ্বচ্যাম্পিয়নদের দেখার জন্য তখন উপচে পড়া ভিড়। ঢাক-ঢোল, ফুলের মালা নিয়ে স্বাগত জানানো হয় টিম ইন্ডিয়ার তারকাদের। সেখান থেকে কিছু সময়ের বিশ্রামের জন্য দিল্লির এক পাঁচতারা হোটেলে গিয়েছেন ভারতীয় খেলোয়াররা। এরপর দিনভর রয়েছে নানা অনুষ্ঠান।
দিল্লির হোটেলে বিশালাকার কেক কাটার পর বিশ্রামে রয়েছে ভারতীয় দল। সকাল ১১ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে ভারতীয় দল। বিকেল ৪টের সময় মুম্বইয়ের উদ্দেশ্যে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে মেরিনড্রাইভে নরিম্যান পয়েন্ট থেকে হুড খোলা বাসে ২ কিলোমিটার রোড শো। শেষে সন্ধ্যা ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলকে সংবর্ধনা দেবে বিসিসিআই।