TRENDING:

Viral Video: সামনে হরভজন সিং, সাহসী কাজে পা বাড়ালেন ক্যাটরিনা কাইফ, ভাইরাল ভিডিও

Last Updated:

সুন্দরী ক্যাটরিনা এবং দুসরার জাদুকর হরভজন সিং, কেমিস্ট্রিটা কী...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নতুন দিল্লি:  বলিউড  ডিভা ক্যাটরিনা কাইফ রবিবার (৩০ অক্টোবর) পারথে টি টোয়েন্টি বিশ্বকাপ এ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার জন্য প্রাক-ম্যাচ শো চলাকালীন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে ক্রিকেট খেলছেন। এদিনের শো চলাকালীন 'ফোনবুথ' ছবির অভিনেত্রী ক্যাটরিনাকে হলুদ পোশাকে অপূর্ব লাগছিল। ক্রিকেট ও বিনোদন দুই পাশাপাশি হাঁটে৷  স্টার স্পোর্টস স্টুডিওতে নিজের আপকামিং ছবির  প্রচারের জন্য হাজির ছিলেন ক্যাটরিনা৷ তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন  ভারতীয় স্পিন কিংবদন্তি হরভজন সিং৷ সেখানে একেবারে তাঁকে ছয় এবং কয়েকটি চার মারেন সুন্দরী অভিনেত্রী৷
katrina kaif faces harbhajan singh's balls see watch viral reel
katrina kaif faces harbhajan singh's balls see watch viral reel
advertisement

ক্যাটরিনা কাইফের পাশাপাশি, তার সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরও ছবির প্রচারে এসেছিলেন। এখানে স্টুডিওতে হরভজন সিংয়ের বলের খেলতে রাজি হন ক্যাটরিনা। আর সবাইকে অবাক করে দিয়ে ক্যাটরিনা হরভজনের বোলিংয়ে রীতিমতো ভাল ব্যাটিং করেন৷  এই সময় সিদ্ধান্ত এবং ইশানকে ফিল্ডিং করতে দেখা যায়।

আরও পড়ুন -  Health Tips: সিজন চেঞ্জের সময় গলাব্যথা? বরফের টুকরো বা আইসক্রিম চুষে খেলেই মিরাকেল

advertisement

দেখে নিন ভাইরাল ভিডিও

ক্যাটরিনা কাইফের ফিল্ম ফোনবুথ ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে। ট্যুইটারে ক্লিপটি শেয়ার করে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ট্যাগলাইনে লিখেছে- ‘‘We have a new cricket 🌟 in the house! 😍’’- অর্থাৎ  "আমাদের বাড়িতে একজন নতুন ক্রিকেটার রয়েছে! দেখুন #PhoneBhoot সুপারস্টার #KatrinaKaif @harbhajan_singh এবং @SureshSundaram-এর সঙ্গে তাঁর ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন।"  শেয়ার করার পর, এই রিলটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ লক্ষ লক্ষ লাইক পেয়েছে।

advertisement

আরও পড়ুন -  সুযোগ থাকলেও আউট করলেন না ডেভিড মিলারকে! রবিচন্দ্রন অশ্বিনের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল

এদিকে যে ম্যাচ এই কর্মকাণ্ড সেই ম্যাচে পেসার লুঙ্গি এনগিডির মারাত্মক বোলিং, এডেন মার্করাম এবং ডেভিড মিলারের হাফ সেঞ্চুরির সাহায্যে রবিবার পারথে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-এর লো-স্কোরিং ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা।

advertisement

এদিনের ভারতের হারের কারণ টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা, যারা অপটাস স্টেডিয়ামের দ্রুত এবং বাউন্সি পিচের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তার চার ওভারে ৪৩ রান দিয়ে পরিস্থিতি আরও সহজ করে দেন দক্ষিণ আফ্রিকার জন্য৷ ১৩৪ রান তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা ২৪ রানে ৩ উইকেট হারিয়েছিল কিন্তু তার পরে মার্করাম (৪১ বলে ৫২, ছয়টি- ৪, একটি ৬) এবং মিলার (৪৬ বলে অপরাজিত ৫৯, তিনটি ৪, তিনটি ৬) করেন। চতুর্থ উইকেটে ৭৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন এবং ১৯.৪ ওভারে ৫ উইকেটে তাঁরা দলের স্কোর ১৩৭ রানে পৌঁছে দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিন ভারত ৪৯ রানে ৫ উইকেট হারায়, তারপরে সূর্যকুমার যাদব ৪০ বলে ৬৮ রান করেন, যার মধ্যে তিনটি ৬ এবং ছয়টি ৪ ছিল। তা সত্ত্বেও প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেটে মাত্র ১৩৩ রান করতে পারে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে এনগিডি ২৯ রানে ৪ উইকেট এবং ওয়েন পার্নেল ১৫ রানে ৩ উইকেট নেন। এই জয়ের সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকা পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ২-এর শীর্ষে উঠেছে এবং ভারত দ্বিতীয় স্থানে নেমে গেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: সামনে হরভজন সিং, সাহসী কাজে পা বাড়ালেন ক্যাটরিনা কাইফ, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল