TRENDING:

T20 WC: বৃষ্টিতে এক বলও হল না! অজি বনাম ইংল্যান্ড ম্যাচ না হওয়ায় লাভ অন্য দলের

Last Updated:

ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩.১৮ তে  ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়, যার ফলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দলই পয়েন্ট টেবলে ধাক্কা খেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: ২৮  অক্টোবর শুক্রবার মেগা ম্যাচ হল না৷  ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-  ২৬ তম  ম্যাচটি বৃষ্টির কারণে একটিও বল না হওয়ায় পরিত্যক্ত হল৷ আর এই ম্যাচে যদি কারোর লাভবান হওয়ার কথা তাহলে তা গ্রুপ ১- এ তে থাকা নিউজিল্যান্ড, এই মুহূর্তে তাদের ২ ম্যাচ খেলে একটি জয়ের সঙ্গে ৩ পয়েন্ট৷ অন্যদিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলই এদিনের ম্যাচ ভেস্তে যাওয়ার পর তিন ম্যাচ খেলে ৩ পয়েন্টের মালিক হল৷
T20 World Cup 2022: England vs Australia super 12 clash
T20 World Cup 2022: England vs Australia super 12 clash
advertisement

মেলবোর্নে প্রবল বৃষ্টিপাতের কারণে শুক্রবার দিনে এটি ভেস্তে গেল৷  মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে  এটি দ্বিতীয় ম্যাচ যা ভেস্তে গেল৷

আগের দিন, আয়ারল্যান্ড বনাম আফগানিস্তানের মধ্যে সুপার ১২-র গ্রুপ ১-র  ম্যাচটি লাগাতার বৃষ্টির কারণে খেলা যায়নি৷

এদিনের ম্যাচে  বৃষ্টি যেন লুকোচুরি খেলেছিল, যার ফলে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচ শুরু হতেই দেরি হয়। বৃষ্টি ক্ষণিকের জন্য থেমে গেলেও ফের বৃষ্টি নামে৷

advertisement

আরও পড়ুন -  T20 WC: ভাই-ভাইয়ে প্রেম! বিরাট ও সূর্যের ইনস্টাগ্রাম ভালবাসা সুপার ভাইরাল

ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩.১৮ তে  ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়, যার ফলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দলই পয়েন্ট টেবলে ধাক্কা খেল।

আরও পড়ুন -  FIFA World Cup 2022: এবারের বিশ্বকাপে পাঁচ-পাঁচটি নতুন জিনিস!যা একেবারে বদলে দেবে খেলার ধরন

advertisement

ব্রিটিশ দল বর্তমানে ০.২৩৯ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ঘরের মাঠে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে অজিরা -১.৫৫৫ নেট রান রেট নিয়ে টেবলের চতুর্থ স্থানে রয়েছে।

ইংল্যান্ড তাদের প্রথম খেলায় আফগানদের পরাজিত করলেও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে হারে, এরপর অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পায়।

ব্ল্যাক ক্যাপস অর্থাৎ নিউজিল্যান্ড এই সময়ের মধ্যে, তিনটি পয়েন্ট এবং ৪.৪৫০ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। কিউয়ি দল তাদের গ্রুপে একমাত্র দল যারা টুর্নামেন্টে এখনও একটি ম্যাচ হারেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মহম্মদ নবীর নেতৃত্বে আফগানিস্তান, অস্ট্রেলিয়ার খারাপ আবহাওয়ার শিকার হওয়ার কারণে দুটি ম্যাচই ভেস্তে যাওয়ায় পয়েন্ট টেবলের একদম শেষে রয়েছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
T20 WC: বৃষ্টিতে এক বলও হল না! অজি বনাম ইংল্যান্ড ম্যাচ না হওয়ায় লাভ অন্য দলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল