সিডনিতে বৃহস্পতিবার ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ ছিল। ডাচদের ব্যাটিংয়ের সপ্তম ওভার চলাকালীন গ্যালারিতে ভারতের এক সমর্থক প্রেমপ্রস্তাব দিলেন তাঁর বান্ধবীকে। যেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে ভরা গ্যালারিতে হঠাৎই এত যুবক হাঁটু বসে পকেট থেকে আংটি বার করে তার মনের মানুষকে প্রেম নিবেদন করেন।
আচমকা এই ঘটনায় তার বান্ধবী হকচকিয়ে যায়। ওই যুবককে গ্যালারির অন্যান্য দর্শকরা উৎসাহ জোগায়। পাশ থেকে চিৎকার করতে থাকে। তখন বান্ধবীকে আংটি পড়িয়ে দিয়ে প্রেমের কথা জানান। সঙ্গে দেন বিয়ের প্রস্তাব। একটু সামলে নিয়ে হাসি মুখে প্রেম প্রস্তাব মেনেও নেন ও যুবতী। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন। আনন্দ আত্মহারা দেখায় দুজনক। ওই যুগলকে অন্যান্য দর্শকরা।
আরও পড়ুনঃ নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ব্যর্থ কেএল রাহুল, দঃ আফ্রিকার বিরুদ্ধে দলে থাকা নিয়ে প্রশ্ন
প্রসঙ্গত, ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ভারতীয় দল। সর্বোচ্চ ৬২ রান করেন বিরাট কোহলি। এছাড়া ৫৩ রান করেন রোহিত শর্মা ও ৫১ রান করেন সূর্যকুমার যাদব। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ১২৩ রান করে নেদারল্যান্ডস। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল।