ওপেনার- ভারতের পক্ষ থেকে রোহিত শর্মা ও কেএল রাহুল ওপেনিং করবেন , কার্যত নিশ্চিত৷ রাহুল আইপিএল ২০২১ -এ ৬২৬ রান করেছেন৷ লাগাতার চতুর্থ মরশুম তিনি ৫৭৫ -র চেয়ে বেশি রান করলেন৷ রোহিত এই মরশুমে আইপিএলে খুব ভালো কিছু করতে পারেননি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর রেকর্ড দারুণ৷ রোহিত টি টোয়েন্টিতে ৬ টি শতরান ও কেএল রাহুল ৪ টি শতরান করেছেন৷ রোহিতের স্ট্রাইকরেট ১৩৮, রাহুলের ১৪২৷
advertisement
আরও পড়ুন - PHOTOS- কি কাণ্ড! প্রেগন্যান্ট মহিলা জন্ম দিলেন সাড়ে ছয় কেজির সন্তানের, দেখুন
মিডল অর্ডার- ভারত অধিনায়ক বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করতে নামবেন৷ আইপিএলে কোহলি ১৫ ম্যাচে তিনটি অর্ধশতরান নিয়ে মোট ৪০৫ রান করেছেন৷ ঋষভ পন্থ আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের পক্ষ থেকে চতুর্থ নম্বরে ব্যাট করছেনষ এই বিশ্বকাপেও বিরাট তাঁকে সেই পজিশনেই ব্যাট করাতে পারেনষ ইশান কিষাণ ও সূর্য কুমার যাদবের ফর্মে ফেরত আসা টিম ইন্ডিয়ার জন্য ভালো খবর৷ ইশান কিষাণ মুম্বইয়ের হয়ে শেষ দুটি ম্যাচে জবরদস্ত অর্ধশতরান করেছেন৷ সূর্যকুমার যাদবও হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ৪০ বলে ৮২ রান করেছেন৷ হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে এখনও ধোঁয়াশা জারি৷ পান্ডিয়া যদি ব্যাটসম্যান হিসেবে খেলতে নামেন তাহলে ইশান কিষাণ প্রথম একাদশে সুযোগ পাবেন না৷
অলরাউন্ডার- সিএসকে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে৷ যাতে রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুরের বড় ভূমিকা রয়েছে৷ শার্দুল ১৬ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন৷ জাদেজা ১৩ উইকেট নিয়েছেন৷ এছাড়া জাদেজা ১২ ইনিংসে ৯ বার অপরাজিত থেকে ২২৭ রান করেছেন৷ ভুবনেশ্বর কুমার এই মরশুমে ১১ ম্যাচে মাত্র ৬ টি উইকেট নিয়েছেন৷ তাই তৃতীয় জোরে বোলার হিসেবে শার্দুল ঠাকুরের খেলা কার্যত নিশ্চিত ৷
আরও পড়ুন - Job Vacancy : সাহিত্য অ্যাকাডেমিতে প্রচুর পদে কর্মী নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?
বোলার- মুম্বই ইন্ডিয়ান্সের বোলার জসপ্রীত বুমরাহ ও পঞ্জাব কিংসের মহম্মদ শামি জবরদস্ত ফর্মে রয়েছেন৷ এই মরশুমে ২ জন যথাক্রমে ২১ ও ১৯ উইকেট নিয়েছেন৷ স্পিনার বরুণ চক্রবর্তীর খেলাও কার্যত নিশ্চিত৷ কেকেআরের এই স্পিনার ১৭ ম্যাচে ৬.৫৮ ইকনমিতে ১৮ উইকেট নেন৷
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ - রোহিত শর্মা, কেএল রাহুল , বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া/ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী৷
টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ জনের দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ইশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি৷
রিজার্ভ প্লেয়ার - শ্রেয়স আইয়ার, দীপক চাহার, অক্ষর প্যাটেল