TRENDING:

সুশীলের নাম নেই তালিকায় ! বেকায়দায় দেশের কুস্তি ফেডারেশন

Last Updated:

রিও’তে অনিশ্চিত সুশীল কুমার ? বিতর্কিত তালিকা প্রকাশ করে বিপাকে ভারতীয় কুস্তি ফেডারেশন। সহ-সচিব বিনোদ তোমারের অবশ্য দাবি, সুশীলের নামহীন কোনও তালিকা ভারতীয় অলিম্পিক সংস্থার কাছে পাঠানো হয়নি। গোটা ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ অলিম্পিকে দু’বারের পদকজয়ী সুশীল কুমার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি :  রিও’তে অনিশ্চিত সুশীল কুমার ? বিতর্কিত তালিকা প্রকাশ করে বিপাকে ভারতীয় কুস্তি ফেডারেশন। সহ-সচিব বিনোদ তোমারের অবশ্য দাবি, সুশীলের নামহীন কোনও তালিকা ভারতীয় অলিম্পিক সংস্থার কাছে পাঠানো হয়নি। গোটা ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ অলিম্পিকে দু’বারের পদকজয়ী সুশীল কুমার।
advertisement

ঘটনার সূত্রপাত ৭৪ কেজি বিভাগে। এক জাতীয় দৈনিকের দাবি, গত সোমবার ভারতীয় অলিম্পিক সংস্থাকে পাঠানো তালিকায় অলিম্পিকে দু’বারের পদকজয়ী সুশীল কুমারের বদলে নরসিং যাদবের নাম নথিভুক্ত করে ভারতীয় কুস্তি ফেডারেশন। এদিকে ৬৬ কেজি’র সুশীল এই প্রথম ৭৪ কেজিতে লড়াই করতে নামবেন। গত তিনমাস তার অনুশীলন চলছে ৷

খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় ধামাচাপা দেওয়ার পালা। কুস্তি সংস্থার সহ-সচিব দাবি করেন, এমন কোনও তালিকা পাঠানো হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত বছর লাস ভেগাসে কুস্তির বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে রিও’র টিকিট পাকা করেন নরসিং যাদব। কুস্তি ফেডারেশন জানিয়েছেন, দিন কয়েকের মধ্যেই সুশীল ইস্যুর সমাধান করা হবে।

বাংলা খবর/ খবর/খেলা/
সুশীলের নাম নেই তালিকায় ! বেকায়দায় দেশের কুস্তি ফেডারেশন