TRENDING:

জেলে চাই হোয়ে প্রোটিন, ওমেগা থ্রি ক্যাপসুল! আর্জি খুনে অভিযু্ক্ত সুশীল কুমারের

Last Updated:

জেল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেন, সুশীলের (Sushil Kumar) বর্তমান শারীরিক পরিস্থিতিতে তাঁর কোনও বিশেষ ধরনের খাবার বা প্রোটিন ডায়েটের প্রয়োজন নেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: খুন সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন৷ কিন্তু জেলে থাকলেও শরীরের যত্নে কোনও খামতি রাখতে চান না অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমার৷ জেলে বসেও যাতে তিনি শরীর চর্চার জন্য প্রয়োজনীয় বিশেষ খাবার পেতে পারেন, আদালতে সেই আবেদন জানিয়েছেন সুশীল৷ যদিও তাঁর এই আবেদন রাখা হবে কি না, বুধবার তার রায় দেবে দিল্লির একটি আদালত৷
advertisement

সুশীলের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে তাঁর আইনজীবীদের সঙ্গে সরকার পক্ষের কৌঁসুলীদের দীর্ঘ সওয়াল জবাব চলে৷ যদিও রায় দানের উপরে স্থগিতাদেশ জারি করে আদালত৷ তরুণ এক কুস্তিগীরের অপহরণ এবং খুনের মামলায় অভিযুক্ত সুশীল কুমারকে দিল্লির মানডোলি জেলে রাখা হয়েছে৷

সুশীলের হয়ে তাঁর আইনজীবীরা আদালতে আবেদন করেছেন, শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য সুশীল নিয়মিত হোয়ে প্রোটিন, ওমেগা থ্রি ক্যাপসুল, জয়েন্টমেন্ট ক্যাপসুল, জিএনসি মাল্টিভিটামিনস সহ বিভিন্ন ধরনের খাবার এবং ওষুধ খান৷ জেলেও তাঁকে এগুলি খাওয়ার অনুমতি দেওয়া হোক৷ সুশীলের আইনজীবীরা যুক্তি দেন, কুস্তিগীর হিসেবে তাঁর কেরিয়ার পুরোপুরি শারীরিক সক্ষমতার উপরে নির্ভরশীল৷ আর শারীরিক সক্ষমতা ধরে রাখার জন্য এই খাবারগুলি সুশীলের প্রয়োজন৷

advertisement

পাল্টা জেল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেন, সুশীলের বর্তমান শারীরিক পরিস্থিতিতে তাঁর কোনও বিশেষ ধরনের খাবার বা প্রোটিন ডায়েটের প্রয়োজন নেই৷ অলিম্পিক্সে জোড়া পদক জয়ী কুস্তিগীরের আইনজীবীরা অবশ্য সওয়াল করে বলেন, সুশীল কোনও দাগী অপরাধী নয়৷ তাঁর বিরুদ্ধে অভিযোগও প্রমাণিত হয়নি৷ তাছাড়া বিশেষ ধরনের এই সমস্ত খাবার তিনিই তাঁর নিজের খরচেই কিনবেন৷ এর জন্য জেল কর্তৃপক্ষের কোনও বাড়তি খরচ হবে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সাগর ধনখড় নামে তরুণ এক কুস্তিগীরকে অপহরণ এবং পিটিয়ে হত্যার অভিযোগে সুশীল কুমার এবং তাঁর সঙ্গীদের গ্রেফতার করা হয়েছে৷ গত ২৩ মে গ্রেফতার করা হয় সুশীলকে৷ ২ জুন ফের তাঁকে ৯ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত৷ পুলিশের অভিযোগ, সাগর ধনখড় হত্যাকাণ্ডের মূল চক্রীই সুশীল৷

বাংলা খবর/ খবর/খেলা/
জেলে চাই হোয়ে প্রোটিন, ওমেগা থ্রি ক্যাপসুল! আর্জি খুনে অভিযু্ক্ত সুশীল কুমারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল