TRENDING:

Asia Cup 2025: হঠাৎ পরিকল্পনা বদলে ফেললেন সূর্যকুমার যাদব! এশিয়া কাপের আগে বড় আপডেট

Last Updated:

Suryakumar Yadav Led Indian Team Change Their Planning: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে ভারতীয় ক্রিকেট দল নতুন মেজাজ ও নতুন জার্সিতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবার দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে ভারতীয় ক্রিকেট দল নতুন মেজাজ ও নতুন জার্সিতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবার দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টে আটটি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে। তবে এবারের সফরের বিশেষ দিক হলো—খেলোয়াড়রা একসঙ্গে নয়, বরং নিজ নিজ শহর বা ঘরোয়া ম্যাচের ভেন্যু থেকে সরাসরি দুবাইয়ে যাচ্ছেন। জানা যাচ্ছে অধিনায়ক সূর্যকুমার যাদব ও বোর্ড মিলেই ভারতীয় দলের সফরে যাওয়ার নিয়মে এইপরিবর্তন এনেছে।
News18
News18
advertisement

বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে খেলোয়াড়দের যাত্রা সময় কমাতে এবং ক্লান্তি থেকে বাঁচাতে। বর্তমানে অনেক খেলোয়াড় দলীপ ট্রফি বা রাজ্য দলের হয়ে খেলায় ব্যস্ত। সেই কারণে তারা যে যেখানে খেলছেন, সেখান থেকে সরাসরি ৫ সেপ্টেম্বরের মধ্যে দুবাই পৌঁছে যাবেন। এতে যেমন তাদের বিশ্রামের সুযোগ থাকছে, তেমনি প্রস্তুতির সময়ও পাওয়া যাবে। ৫ সেপ্টেম্বরই আইসিসি একাডেমিতে দলের প্রথম অনুশীলন রয়েছে।

advertisement

এই তালিকায় রয়েছেন শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, তিলক বর্মা, অভিষেক শর্মা, শিবম দুবে ও অক্ষর প্যাটেল, যারা সরাসরি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে, হর্ষিত রানা, অর্শদীপ সিং ও কুলদীপ যাদবও দলীপ ট্রফি শেষে ইউএই-তে রওনা হবেন। এতে বোঝা যাচ্ছে, বিসিসিআই পুরো পরিকল্পনাই গঠন করেছে খেলোয়াড়দের সুস্থতা ও ম্যাচ প্রস্তুতিকে সামনে রেখে।

advertisement

আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপের দলে পাননি সুযোগ, অবসর ঘোষণা করে দিলেন তারকা ব্যাটার

স্ট্যান্ডবাই খেলোয়াড়রা এই দলে এখনই থাকছেন না। যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ এবং ওয়াশিংটন সুন্দর দলীপ ট্রফিতে খেলা চালিয়ে যাবেন। প্রয়োজনে পরে তাদের ডাকা হতে পারে। যেহেতু এশিয়া কাপের পরই টেস্ট সিরিজ রয়েছে, তাই তাদের ম্যাচ ফিটনেস ধরে রাখাও গুরুত্বপূর্ণ। বোর্ডের এই পদক্ষেপ দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2025: হঠাৎ পরিকল্পনা বদলে ফেললেন সূর্যকুমার যাদব! এশিয়া কাপের আগে বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল