আরও পড়ুন - বাবর এবং রিজওয়ানের দুর্বলতা ঠিক কোথায়? জানিয়ে দিলেন ইরফান পাঠান
সুরেশ রায়না অন্য কথা বলছেন। তিনি আবার মনে করেন, দলে পন্তের থাকাটা কার্তিকের চেয়ে বেশি জরুরি। এর পিছনে অবশ্য দু’টি কারণ ব্যাখ্যা করেছেন রায়না। এক, পন্ত বাঁ হাতি ব্যাটার। দুই, অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর রেকর্ড বেশ ভাল। এক সাক্ষাৎকারে রায়না বলেছেন, মাঝের সারিতে এক জন বাঁ হাতি ব্যাটার থাকা খুবই দরকার। ভারতীয় দলে এক থেকে ছয়ে কোনও বাঁ হাতি ব্যাটার নেই।
advertisement
অতীতে গৌতি (গৌতম গম্ভীর), যুবি পা (যুবরাজ সিংহ) এবং আমি যে ভূমিকাটা নিয়েছিলাম, সেটা এ বার কাউকে নিতে হবে। হার্দিক পান্ডিয়ার সঙ্গে দলে এক জন এক্স-ফ্যাক্টর চাই। সেটা কে হতে পারে? আমার বাজি পন্ত। পাশাপশি হার্দিক নিয়েও উচ্ছ্বসিত রায়না।
হার্দিককে নিয়ে তিনি বলেছেন, হার্দিক ভারতের আসল ক্রিকেটার হতে চলেছে। গুরুত্বপূর্ণ ওভারে বোলিং করার পাশাপাশি ব্যাটিংয়েও ভূমিকা নেবে। ৩০ বলে ৬০-৭০ রান করে দিতে পারলে, সেটা দলের অনেক কাজে লাগবে। বিশ্বকাপ জিততে হলে হার্দিককে বড় ভূমিকা নিতে হবে। ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারত।
প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ বাবর আজমের পাকিস্তান। সেখানে বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি খেললে কার্তিকের থেকে পন্থ বেশি কার্যকরী হবে। কারণ শট খেলার বেশি জায়গা বের করে নিতে পারবেন তিনি।