এমএস ধোনি ও সুরেশ রায়না কেন একই দিনে অবসর নিলেন তা নিয়ে ধোঁয়াশা ছিল সকলের মধ্যে। ছিল নানা মুনির নানা মত। তবে সঠিক কারণ কোনটি তা কারও জানা ছি্ল না। সবই ছিল জল্পনা-কল্পনা। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ৩ বছর পর অবসর নিয়ে মুখ খুললেন সুরেশ রায়না। প্রাক্তন বাঁ হাতি তারকা ক্রিকেটার জানালেন কেন ধোনি ও তিনি একসঙ্গে ও একইদিনে অবসর নিয়েছিলেন। কোনও কাকতালীয় ঘটনা নয়, গোটাটাই পরিকল্পনামাফিক ছিল বলে রায়না।
advertisement
এক সাক্ষাৎকারে সুরেশ রায়না বলেন,”স্বাধীনতা দিবসে আমাদের অবসরের সিদ্ধান্ত নেওয়াটা আগে থেকেই ঠিক করা ছিল। এটা হঠাৎ কোনও নেওয়া সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্তের পিছনে আসল কারণ ছিল সংখ্যার খেলা। ধোনির জার্সি সংখ্যা ৭। আমার জার্সি নাম্বার ছিল ৩। দুটোকে একসঙ্গে করলে হয় ৭৩। তিন বছর আগে ভারতের স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ হয়েছিল। তাই ওর থেকে ভাল দিন আর হতে পারত না অবসরের সিদ্ধান্ত ঘোষণা করার।”
প্রসঙ্গত, আন্তরজাতিক ক্রিকেটে শুরুটা প্রায় একসঙ্গে করেছিলেন এমএস ধোনি ও সুরেশ রায়না। ২০০৪ সালের ২৩ ডিসেম্বের ধোনির অভিষেক ও ২০০৫ সালের ২৩ জুলাই হয়েছিল রায়নার অভিষেক। তারপর দীর্ঘ দেড় দশকের কেরিয়ারে ভারতীয় ক্রিকেটের নানা ইতিহাসের সাক্ষী থেকেছেন তারা। ধোনি-রায়নার বন্ধুত্বের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধু ভারতীয় দল নয়, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও দীর্ঘ দিন খেলেছেন ধোনি-রায়না। একসঙ্গে কেরিয়ারে ইতিও টেনেছেন দুই তারকা।