TRENDING:

আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন রায়না !

Last Updated:

ভারতীয় দলের অনেক বছর ধরেই গুরুত্বপূর্ণ সদস্য তিনি ৷ দেশের অন্যতম তারকা ক্রিকেটার ৷ কিন্তু জানেন এই তারকা ক্রিকেটারই একবার আত্মহত্যা করা চেষ্টা করেছিলেন !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ :  ভারতীয় দলের অনেক বছর ধরেই গুরুত্বপূর্ণ সদস্য তিনি ৷ দেশের অন্যতম তারকা ক্রিকেটার ৷ কিন্তু জানেন এই তারকা ক্রিকেটারই একবার আত্মহত্যা করা চেষ্টা করেছিলেন ! বয়সটা ছিল মাত্র ১৩ ৷ রায়না থাকতেন হোস্টেলে ৷ সেই সময় নাকি এমন অত্যাচার সহ্য করতে হয়েছিল উত্তরপ্রদেশের এই বাঁ হাতি ক্রিকেটারকে যে, একটা সময় আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। সে দিনের সেই ছোট্ট ছেলেটি আজ ভারতের জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার। ঠিক কী হয়েছিল রায়নার সঙ্গে ? লখনউয়ের স্পোর্টস হোস্টেলে থাকতেন তিনি ৷ একদিন খেলার জন্য ট্রেনে করে যাচ্ছিলেন রায়না ৷ ঘুমিয়েই পড়েছিলেন ৷ হঠাৎ অনুভব করেন কিছু একটা ভারী জিনিস তাঁর শরীরের উপর। নড়াচড়া করতে গিয়েই দেখেন তাঁর হাত-পা বাঁধা। চোখ খুলে দেখেন একটি বাচ্চা ছেলে তাঁর বুকের উপর বসে আছে। তিনি মাথা তুলতেই মুখে প্রস্রাব করে দেয় বাচ্চাটি।এছাড়া রায়না বরবারই ভালো ব্যাট করতেন বলে তাঁকে অনেকেই হোস্টেলে হিংসা করত ৷ এর জন্য হকি স্টিক দিয়ে মার খেতেও হয়েছে তাঁকে ৷ কিন্তু রায়নার খারাপ সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তাঁর দাদা ৷ ছোট্ট ছেলেটিকে তিনিই বুঝিয়ে আবার কেরিয়ারের উপর ফোকাস করতে সেখান ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন রায়না !