TRENDING:

বাবা হলেন রায়না

Last Updated:

ভারতীয় ক্রিকেটে আজ মিষ্টি মুখের দিন। বাবা হলেন সুরেশ রায়না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যামস্টারডাম: ভারতীয় ক্রিকেটে আজ মিষ্টি মুখের দিন। বাবা হলেন সুরেশ রায়না। কয়েক দিন আগেই আইপিএল ছেড়ে তড়িঘড়ি পাড়ি দিয়েছিলেন নেদারল্যান্ডসে। সন্তানসম্ভবা স্ত্রী প্রিয়াঙ্কা চৌধুরিকে সঙ্গ দিতে। গত ন’বছরে এটাই ছিল রায়নার প্রথম কোনও আইপিএল ম্যাচ মিস ৷ যদিও তাতে কোনও আক্ষেপ নেই তাঁর ৷ কারণ ডাচদের দেশে পৌঁছনোর কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলেন সুখবরটা ৷ টুইটারে রায়নার পেজে বেশ ক’দিন ধরেই দেখা যাচ্ছিল বাবা হওয়ার কাউন্ট ডাউন ৷ 'Waiting.... ' লেখা পোস্ট। অবশেষে শনিবার এল সেই সুখবর। মেয়ের বাবা হলেন রায়না ৷  নাম রেখেছেন শ্রেয়াংশি ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
বাবা হলেন রায়না