মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে তেমনই ইঙ্গিত মিলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ৭০ বছর বয়সীদের রাখা নিয়ে যে আবেদন তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। বুধবার এই মামলায় রায়দান হওয়ার সম্ভবনা আছে।
আরও পড়ুন - হাল আমলের ক্রিকেটাররা সকলেই ছেলে-মেয়ের নাম রেখেছেন একেবারে অন্যরকম, জেনে নিন মানে
advertisement
বোর্ডকে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কুলিং অফ রাখতেই হয় সৌরভ, জয়দের বোর্ডের মেয়াদ তাহলে প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব হিসেবে জয় শাহের মেয়াদ শেষ হয়ে যাবে। সব রাজ্য সংস্থা গুলোর ক্ষেত্রেও সময় শেষ হওয়া কেউ আর থাকতে পারবেন না।
বিসিসিআই নিজেদের প্রস্তাবিত অ্যামেডমেন্টে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল তাঁরা আধিকারিকদের কুলিং অফ পিরিয়ড না রাখার পক্ষে ছিল৷ যাতে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে এবং জয় শাহও নিজের পদে কাজ চালিয়ে যেতে পারেন৷ যদিও প্রেসিডেন্ট ও সচিব নিজেদের পদে ৬ বছর কাজ করে ফেলেছেন৷