TRENDING:

সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনাই জুটল বিসিসিআইয়ের

Last Updated:

সর্বোচ্চ আদালতে গিয়ে বড়সড় হোঁচটই খেল বিসিসিআই ৷বোর্ডের আইনজীবীকে বৃহস্পতিবার বেশ কিছু বিষয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন বিচারপতি ৷ আর তাতেই বোর্ডের অস্বস্তি আরও বাড়ল বই কমল না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : লোধা কমিটির সুপারিশগুলি যে বিসিসিআই-এর একেবারেই পছন্দ হবে না , সেটা অনেক আগেই আন্দাজ করা গিয়েছিল ৷ এর জন্য লোধা কমিটির বেশ কিছু সুপারিশগুলির বিরোধীতা করে সুপ্রিম কোর্টে আবেদনও করেছিল ভারতীয় বোর্ড ৷ কিন্তু সর্বোচ্চ আদালতে গিয়ে বড়সড় হোঁচটই খেল বিসিসিআই ৷বোর্ডের আইনজীবীকে বৃহস্পতিবার বেশ কিছু বিষয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন বিচারপতি ৷ আর তাতেই বোর্ডের অস্বস্তি আরও বাড়ল বই কমল না ৷ বোর্ডের গত পাঁচ বছরের হিসাব দেখিয়ে বিচারপতি বলেন, ‘‘ রাজ্যগুলিতে ক্রিকেট পরিকাঠামোর উন্নয়নের জন্য কোন খাতে কত টাকা বরাদ্দ করা হচ্ছে, সেটা অবশ্যই বোর্ডের উল্লেখ করা উচিৎ ৷ আর প্রতিটি রাজ্য কমিটিগুলিকেও বোর্ডের টাকা কোথায় কীভাবে খরচ করতে হবে, সেটা জানিয়ে দেওয়া উচিৎ ৷’’ পাশাপাশি বোর্ডে রাজনৈতিক ব্যক্তিত্বদের না রাখার লোধা কমিটি যে সুপারিশ করেছে , সে ব্যাপারে বিসিসিআই প্রতিবাদ করাতে বোর্ডের আইনজীবীকে ভর্ৎসনা করতেও ছাড়েননি বিচারপতি ৷ তিনি বলেন, ‘‘ এত আপনি কেন রাজনৈতিক ব্যক্তিদের বিসিসিআই-তে রাখার জন্য উদগ্রীব হচ্ছেন ?’’ বোর্ড একেবারেই চায়নি কম্পট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল (ক্যাগ)-এরও বোর্ডে ভোট দেওয়ার অধিকার থাকুক ৷ ক্যাগ বরং বোর্ডের পরামর্শদাতার কাজটা করুক ৷ এব্যাপারে সু্প্রিম কোর্টের বিচারপতির সরাসরি প্রশ্ন, ‘‘ বিসিসিআই কি চাইছে কোটি কোটি টাকা একাই সামলাতে ?’’ লোধা কমিটির সুপারিশ করা টু-টিয়ার পরিকাঠামো অবশ্য মেনে নিয়েছে বিসিসিআই ৷ কিন্তু ‘এক রাজ্য , এক ভোট’ নীতি নিয়েও তীব্র আপত্তি রয়েছে বিসিসিআই-এর ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনাই জুটল বিসিসিআইয়ের