আজ শীর্ষ আদালতের স্পেশাল বেঞ্চের নির্দেশ, কবে থেকে লোধা সুপারিশ কার্যকর হবে, তা তেসরা ডিসেম্বর বোর্ডকে হলফনামায় জানাতে হবে। পরবর্তী শুনানিতে হাজির থাকতে হবে বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরকে।
যে অর্থের গরিমায় এতদিন বিশ্ব ক্রিকেটের সামনে বুক ঠুকেছে ভারতীয় ক্রিকেট, আপাতত তা হারিয়ে কার্যত মাথা ঠোকার মতো অবস্থা অনুরাগ ঠাকুরদের।
শুক্রবার আরও একপ্রস্থ গঞ্জনা নিয়ে শীর্ষ আদালত থেকে বেরিয়ে এল ভারতীয় ক্রিকেট বোর্ড। স্পেশাল বেঞ্চ থেকে প্রাপ্তি রাজকোষের উপর থেকে খবরদারি হারানো।
advertisement
প্রধান বিচারপতি টিএস ঠাকুরকে নিয়ে স্পেশাল বেঞ্চের নির্দেশঃ
লোধা সুপারিশ কার্যকর না হওয়া পর্যন্ত রাজ্য সংস্থার সঙ্গে বোর্ডের সমস্ত লেনদেন বন্ধ থাকবে। ম্যাচের জন্যও কোনও সংস্থাকে বোর্ড অর্থ সাহায্য করতে পারবে না। এই লেনদেন দেখভালে বাড়তি ক্ষমতা দেওয়া হল লোধা কমিশনকে।
প্রয়োজনে নিরপেক্ষ অডিটর নিয়োগ করতে পারবেন কমিশনের প্রধান। বোর্ড ও রাজ্য সংস্থার লেনদের উপরেও স্কুটিনি করতে পারবেন।
এদিনও বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এবং সচিব অজয় শিরকে ছেড়ে কথা বললেন না বিচারপতিরা।
পরবর্তী শুনানিতে অনুরাগকে হাজিরার নির্দেশ দিয়ে তেসরা ডিসেম্বর বোর্ডকে হলফনামা দিতে বলা হয়েছে। ওই হলফনামাতেই বোর্ডকে জানাতে হবে, কবে থেকে চালু হবে লোধার সুপারিশ।