মূলত, হাসিন জাহান কলকাতা হাই কোর্টের এক রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সেই রায়ে হাই কোর্ট শামির দেওয়া মাসিক ভরণপোষণ ভাতা বাড়ানোর আবেদন নাকচ করেছিল। হাই কোর্টের মতে, বর্তমানে যে পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে, তা যথেষ্ট। তবে সুপ্রিম কোর্ট বিষয়টি নতুন করে শুনানির নির্দেশ দিয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানতে চেয়েছে। ৪লক্ষ টাকা কি যথেষ্ট নয়? তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত।
advertisement
জুলাই ২০২৫-এ কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, শামি তাঁর স্ত্রী ও মেয়ের জন্য প্রতি মাসে মোট চার লাখ টাকা ভরণপোষণ দিচ্ছেন। এর মধ্যে মেয়ের জন্য ২.৫ লাখ এবং স্ত্রীর জন্য ১.৫ লাখ টাকা নির্ধারিত। কিন্তু হাসিন জাহানের দাবি, শামির মাসিক আয় প্রায় ৬০ লাখ টাকা, তাই এই পরিমাণ অর্থ তাঁদের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়।
২০১৮ সালে হাসিন জাহান প্রথম আদালতের দ্বারস্থ হন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা ভরণপোষণ দাবি করেন—নিজের জন্য সাত লাখ এবং মেয়ের পড়াশোনার জন্য তিন লাখ টাকা। তবে অলিপুর আদালত সে সময় শামিকে হাসিন জাহানের জন্য মাসে ৫০ হাজার ও মেয়ের জন্য ৮০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। পরে সেই রায়ের বিরুদ্ধেই হাসিন জাহান হাই কোর্টে যান। তা ৪ লক্ষতে দাঁড়ায়।
আরও পড়ুনঃ প্যারা অ্যাথলিট হয়েও সাধারণদের সঙ্গে লড়াই, অদম্য জেদ ও ইচ্ছেশক্তিতে ইতিহাস গড়লেন শীতল দেবী
এদিকে, শামি ও হাসিন জাহানের মধ্যে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি। মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ক্রিকেটের ময়দানে শামি বর্তমানে জাতীয় দল থেকে বাইরে। যদিও রনজি ট্রফিতে তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন, তবুও প্রধান নির্বাচক অজিত আগরকর ও কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনায় তিনি আপাতত নেই। ফলে মাঠের বাইরেও একাধিক দিক থেকে চাপে আছেন তারকা পেসার।
