ভারতীয় দলের বর্তমান ক্রিকেটার এই সিরিজ নিয়ে এখনও কোনও মুখ না খুললেও আসরে নেমে পড়লেন যার নামে ট্রফি সেই সুনীল গাভাসকর। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন সানি। এবারও সিরিজ ভারত জিতবে বলে জানিয়েছেন সুনীল গাভাসকর। তিনি বলেছেন,”এ বার সিরিজ় বেশ টান টান হবে। টেস্টই ক্রিকেটের আসল ফরম্যাট। আমার মনে হয় ভারত ৩-১ ব্যবধানে জিতবে।”
advertisement
অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে দেশের মাটিতে ভারতীয় দল মোট ৫টি টেস্ট ম্যাচ খেলবে। যা ভারতীয় দলকে খুব সাহায্য করবে ও অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন সুনীল গাভাসকর। তবে অজিরা মাইন্ড গেম খেললে এখন থেকেই পাল্টা দেওয়া উচিত বলেও মনে করেন কিংবদন্তী ভারতীয় ব্যাটার।
আরও পড়ুনঃ KKR News: কেকেআর থেকে বাদ একাধিক তারকা! নিলামের আগেই বড় ধামাকা করবে নাইটরা? জানুন বিস্তারিত
প্রসঙ্গত, ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই প্রথমবার ৫ ম্যাচের হতে চলেছে এই ঐতিহাসিক সিরিজ। বর্তমানে ট্রফি রয়েছে ভারতের দখলে। ২০১৪ সালের পর থেকে জিততে পারেনি অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে এবারের ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফির দ্বৈরথ যে অন্য মাত্রা পাবে তা বলার অপেক্ষা রাখে না।