তা হলে কি ইমরান খানের পথেই হাঁটছেন বাবর আজম! ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানকে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন ইমরান খান। তার পর সেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছেন।
আরও পড়ুন- ফাইনালে পাকিস্তানের পক্ষে গলা ফাটাবে অস্ট্রেলিয়ানরা! ইংল্যান্ডের হার চাইছে ক্যাঙ্গারুরা
বাবরের নেতৃত্বে সেই অস্ট্রেলিয়াতেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ৩০ বছর পর আবার বিশ্বসেরা হওয়ার স্বপ্নে বিভোর পাকিস্তান। এরই মধ্যে ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর দাবি করলেন, পাকিস্তান চ্যাম্পিয়ন হলে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন বাবর আজম।
advertisement
পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেট থেকে অবসর নেন ইমরান খান। তার পর রাজনীতিতে। ১৯৯৬ সালে গঠন করেন ‘পাকিস্তান তেহরিক-ই ইনসাফ’ বা পিটিআই নামের একটি রাজনৈতিক দল। ২০১৮ সালে সরকার গঠন করে সেই পার্টি। কাপ্তান থেকে দেশের প্রধানমন্ত্রী হন ইমরান খান।
সানি গাভাসকর দাবি করেছেন, পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের জনপ্রিয়তাও আকাশচুম্বী। পাকিস্তানের আওয়াম বাবরকে ভালবাসে। এবার পাকিস্তানকে তিনি বিশ্বচ্যাম্পিয়ন করলেই কেল্লাফতে।
আরও পড়ুন- নতুন নিয়ম টি-২০ বিশ্বকাপ ফাইনালে, তারপরও চিন্তায় পাকিস্তান ও ইংল্যান্ড
স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে গাভাসকর বলেছেন, ‘যদি পাকিস্তান টি২০ বিশ্বকাপ জিতে যায়, তা হলে ২০৪৮ সালে বাবর পাকিস্তানের প্রধানমন্ত্রী।’ ক্রিকেটের ছোট ফরম্যাটে দীর্ঘদিন এক নম্বরে ছিলেন বাবর। তবে চলতি টি২০ বিশ্বকাপে রান পাচ্ছিলেন না। পাকিস্তান অধিনায়ক সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন। ৫৩ রান করে পাকিস্তানকে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান তিনি।
১৯৯২ বিশ্বকাপে ইমরান খানও প্রথম দিকে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। কিন্তু সেমিফাইনালে ৪৪ ও ফাইনালে ৭২ রানের ইনিংস খেলে দেন তিনি। বল হাতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে একটি উইকেটও নেন।