ভারতীয় দলের এই ভুল করা উচিত নয় যে আইপিএলে মাতোয়ারা হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ হেরে যাওয়াটা ভুলে যাবে। চেন্নাইয়ে ভারত ফাইনাল ওয়ানডে ম্যাচটি ২১ রানে হেরে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ১-২ তে সিরিজ হারে। গাভাসকার সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন কারণ ভারতের সম্ভাবনা আছে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার ৫০ ওভারের ম্যাচে মুখোমুখি হওয়ার।
advertisement
আরও পড়ুন - মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইস্টবেঙ্গলের! সরগরম ময়দান
তিনি বললেন, অবশ্যই এখন আইপিএল শুরু হচ্ছে (৩১ মার্চ থেকে), কিন্তু এটা (সিরিজ পরাজয়) ভুলে যাওয়া উচিত নয়। ভারত কখনও কখনও এই ভুলে যাওয়ার ভুলটি করে, এটি একেবারেই হওয়া উচিত নয় কারণ বিশ্বকাপে আমরা আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে পারি। এটি (তৃতীয় ওয়ানডেতে পরাজয়) ছিল (কারণ) চাপ সৃষ্টি হওয়ার জন্য (অস্ট্রেলীয়দের দ্বারা)। বাউন্ডারিতে বল পৌঁছাচ্ছিল না এবং তারা (ভারতীয় ব্যাটাররা) সিঙ্গেল রান নিতেও পারছিল না।
যখন এটি ঘটে, আপনি চেষ্টা করেন এবং এমন কিছু খেলুন যাতে আপনি অভ্যস্ত নন। এটার জন্যই অপেক্ষা করছিল তারা। সেই ম্যাচে ভারত ২৭০ রান তাড়া করছিল, ৪৯.১ ওভারে ২৪৮ রানেই শেষ হয়ে যায় ভারতের দৌড়। শুধুমাত্র বিরাট কোহলি এবং কে এল রাহুলের জুটিই টিকতে পেরেছিল, ৬৯ রানের পার্টনারশিপ খেলে তারা। বিরাট ৫৪ রান এবং রাহুল করেন ৩২।
গাভাসকর অস্ট্রেলিয়ার প্রশংসা করে আরো বললেন, অস্ট্রেলিয়ার ফিল্ডিং খুব ভাল ছিল। তাদের বোলিং দুর্দান্ত ছিল। প্রতিটা বল উইকেটে ছিল, কিন্তু তাদের এত ভাল ফিল্ডিং ছিল যে সেটাই পার্থক্য করে দিয়েছে। কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে আরও কড়া হতে হবে জানিয়েছেন সানি।