কলকাতা: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান লড়াইটা ফুটবল মাঠেই সীমাবদ্ধ থাকলে ভাল হয়। এটাই কলকাতা ফুটবলের অলিখিত নিয়ম। যেমন মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে এলে ইস্টবেঙ্গল মিষ্টি এবং ফুল পাঠায়, তেমন অতীতে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে ফেরার পর সবুজ মেরুন থেকেও ফুল মালা পাঠানো হয়েছিল। এইটুকু সৌহার্দ্য আছে দুই ক্লাবের। সেটাই স্বাভাবিক। ভারতীয় ফুটবলের দুই মহাশক্তি ১০০ বছরের ওপর যাদের বয়স এইটুকু সহজে জন্য থাকবে সেটাই স্বাভাবিক।
লাল হলুদের অভিযোগ, গতকাল ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী কর্তা আদিত্য আগারওয়ালকে whatsapp করে দেবাশীষ দত্ত জানান, আপনার অফিসের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা নিতু সরকারের লোক। পুরোটাই ইচ্ছাকৃত হচ্ছে। ক্লাবের দাবি, গতকাল বোর্ড মিটিংয়ে আদিত্য আগরওয়াল ইস্টবেঙ্গল কর্তাদের সেই হোয়াটসঅ্যাপ দেখান।
দেবাশীষ দত্তের বিরুদ্ধে ময়দানের ঐতিহ্য এবং সৌহার্দ্য লঙ্গনের অভিযোগ তুলে ক্রীড়া মন্ত্রীকে জানাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল কর্তাদের অভিযোগ, অতীতেও বিভিন্ন সময়ে তাদের স্পন্সরদের ইস্টবেঙ্গল বিরুদ্ধে কথা জানিয়ে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করা হত দেবাশীষ দত্তের তরফে। যদিও এই অভিযোগের সঠিক সঠিক কতটা সেটা চূড়ান্তভাবে প্রমাণিত নয়। কিন্তু এই অভিযোগ সত্যি হয়ে থাকলে সেটা অত্যন্ত নিম্ন রুচির কাজ তাতে সন্দেহ নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal Club