এই ব্যাপারে শুধু ভারতের নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন ভিভিএস। এখনকার গিল, রোহিত, বিরাট, শ্রেয়সদের বিপক্ষে বিদেশি স্পিনার ভারতে এসে সফল হয়ে যাচ্ছেন। এর কারণ সঠিক টেকনিক না থাকা এবং পায়ের ব্যবহার এবং ধৈর্য দেখাতে না পারা। অস্ট্রেলিয়ার লায়ন এবং খুনেম্যান যেভাবে ভারতীয় ব্যাটিংকে চ্যালেঞ্জ জানিয়েছে সেটা অতীতে সম্ভব ছিল না।
advertisement
গাভাসকার মনে করেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর কথা মাথায় রেখেই ভারত এমন উইকেট তৈরি করেছে। যদি বুমরাহ থাকত, তাহলে হয়তো এতটা স্পিন নির্ভর উইকেট হত না। কিন্তু সেটা যখন নেই তাই অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের কথা মাথায় রেখে এমন উইকেট বানানো হয়েছে।
নাগপুর এবং দিল্লিতে ভারত সফল হয়েছিল। ইনদওরে এই স্ট্রাটেজি কাজ করেনি। তবে সানি মনে করেন আমেদাবাদে ব্যাটসম্যানরা নিজেদের প্রথম ইনিংসে বড় রান তুলতে পারলে অস্ট্রেলিয়াকে হারানোর যথেষ্ট সুযোগ এখনও রয়েছে ভারতের সামনে।
